দিল্লিতে শান্তিরক্ষার দায়িত্বে নেড়ি কুকুরেরা

Home Page » এক্সক্লুসিভ » দিল্লিতে শান্তিরক্ষার দায়িত্বে নেড়ি কুকুরেরা
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪



stray-ll.jpgবঙ্গ-নিউজ ডট কম:নয়া দিল্লি; রাস্তার বেওয়ারিশ কুকুরদের তাণ্ডবে ঝালাপালা হওয়ার ঘটনা নতুন নয়। এবার এলাকার নিরাপত্তা রক্ষায় ওই কুকুরদের মোতায়েন করার উদ্যোগ নিয়েছে নয়া দিল্লি পুরসভা।
রাস্তার কুকুরদের বাগে আনা মুখের কথা নয়। তার ওপর তাদের দিয়ে কোনো কাজ করানো রীতিমতো পরিশ্রম ও ধৈর্যের পরীক্ষা। কিন্তু সম্প্রতি সেটাই করে দেখাতে চলেছে নয়া দিল্লি পৌরসভা। শহরের রাস্তায় দাপিয়ে বেড়ানো সারমেয় বাহিনীর সাহায্যে পাড়ায় পাড়ায় ডগ স্কোয়াড তৈরির পরিকল্পনা করেছেন পুরকর্তারা। ঠিক হয়েছে, প্রাথমিক পর্বে দিনে-রাতে শহরের পার্ক ও উদ্যানগুলিতে নিরাপত্তা কর্মীদের সঙ্গে পাহারা দেবে কুকুররা। তবে এর জন্য প্রয়োজন কঠোর তালিমের।
বিশৃঙ্খল কুকুরের দলকে শিখিয়ে-পড়িয়ে নিতে দস্তুর মতো এক প্রশিক্ষককে নিয়োগ করা হয়েছে। এল আর যাদব নামে সেই প্রশিক্ষক দীর্ঘ ৩০ বছর যাবত কুকুরদের ট্রেনিং দিচ্ছেন। তার হাত থেকেই বেরিয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি বাহিনীকে সাহায্যকারী স্কোয়াডের বহু কুকুর। এছাড়া জাতীয় কুকুর প্রশিক্ষণ শিবিরের সঙ্গেও দীর্ঘ দিন তিনি জড়িত।
যাদবের নেতৃত্বে ইদানীং প্রতিদিন দিল্লির লোদি গার্ডেনে হাজির হচ্ছেন নিরাপত্তা রক্ষীরা। সঙ্গে থাকছে কুকুরদের জন্য লোভনীয় খাদ্য। চলেছে সুখাদ্যের টোপ দিয়ে উদ্যানে যাতায়াতকারী পথের কুকুরদের সঙ্গে আলাপ জমানোর পর্ব। যাদবের আশ্বাস, ১৫-২০ দিনের মধ্যে ‘দোস্তি’ গড়ে উঠলেই কুকুরদের নির্দিষ্ট আশ্রয়ে রাখা হবে। ইতিমধ্যে তাদের ভ্যাক্সিন দেওয়ার পালাও শেষ। যাদবের দাবি, লোদি গার্ডেনে মোট ১৮টি কুকুরের মধ্যে এর মধ্যেই পোষ মেনেছে ৫-৬টি।কুকুরদের পাশাপাশি ‘মে আই হেল্প ইউ ফোর্স’-এর সদস্যদেরও বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছে পুরসভা। নিত্য ব্যয়ামের সঙ্গে তাদের ফার্স্ট এইড, সফ্ট স্কিলস ও ওয়াকি টকি ব্যবহারের তালিমও দেওয়া হচ্ছে।- ওয়েবসাইট।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৫৮   ৩৫৫ বার পঠিত  




এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ