বাংলাদেশি হত্যার জন্য বিএসএফ’র দুঃখ প্রকাশ

Home Page » জাতীয় » বাংলাদেশি হত্যার জন্য বিএসএফ’র দুঃখ প্রকাশ
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪



bgb.jpgবঙ্গ-নিউজ ডট কম:চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার কুসুমপুর সীমান্তে বুধবার রাতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। একই সঙ্গে ঘটনাটি তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছে সংস্থাটি।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এসব জানিয়েছেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অনীল শর্মা।
চুয়াডাঙ্গা- ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মেদেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬৪ এর কাছে জীবননগরের চ্যাংখালী নামক স্থানে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রায় ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অনীল শর্মা।
বৈঠকে ব্যাটালিয়ন কমান্ডার এস এম মনিরুজ্জামান বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টকে অনুরোধ করেন।
এ ব্যাপারে দুঃখ প্রকাশ এবং তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিএসএফ কমান্ড্যান্ট পতাকা বৈঠকে বিজিবিকে আশ্বস্ত করেন।
প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে নয়টার দিকে ভারতে গরু আনতে গিয়ে ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের নোনাগঞ্জ ক্যাম্পের টহল দলের গুলিতে নিহত হয় বাংলাদেশি নাগরিক জিয়ারুল আহমেদ রাজু (২৪)। দু’সন্তানের জনক রাজু জীবননগর উপজেলার ধান্যখোলা গ্রামের কৃষক জাকির হোসেনের ছেলে।

বাংলাদেশ সময়: ১৬:০৫:৩৩   ৩৪৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ