ইউক্রেনের লোকসভার সদস্যের নগ্নছবি ফাঁস

Home Page » বিশ্ব » ইউক্রেনের লোকসভার সদস্যের নগ্নছবি ফাঁস
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০১৪



nude.jpgবঙ্গ-নিউজ ডট কম:কিয়েভ: হলি-বলি অভিনেত্রীদের নগ্নছবি ফাঁস হওয়া আজকাল আর কোন নতুন ব্যপার নয়৷ প্রতিনিয়তই এক আধজন সুন্দরী অভিনেত্রীর নগন্ ছবি ছবি ফাঁস হচ্ছে ইন্টারনেটের দয়ায়৷ তবে এবার একজন রাজ-নেত্রীর নগ্ন ছবি ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে৷সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইউক্রেনের লোকসভার সদস্য ওলগা ইউল্কের নগ্ন ছবি ইন্টারনেটে ফাঁস হয়েছে৷ যদিও ইউক্রেনের এই সাংসদ দাবি করেছেন তোন আইক্লাউড হ্যাকার তার ছবি চুরি করে নিয়েছে৷

৩০ বছরের ওলগার নগ্ন ছবি প্রকাশের পর সারা ইউক্রেন জুরে বিতর্কের সৃষ্টি হয়েছে৷ কিন্তু ওলগা জানিয়েছেন এর জন্য তিনি মোটেও লজ্জিত নন ৷ এমনকি এতে তার জীবনে কোনো ফারাক পড়বে না বলেও জানিয়েছেন এই সুন্দরী সাংসদ৷ ওলগা পাল্টা জবাবে জানিয়েছেন, তার ওই ছবি শিল্পের প্রতীক, এতে একজন নারীকে কখথনই দমিয়ে রাখা যায়না৷

ওলগা বলেন, ‘আধুনিক যুগে মহিলাদের নগ্ন ছবিকে অশ্লীল বলে মনে করা হয়৷ আমি এটা বুঝতে পারি না৷ আমার মনে হয় এটা কেবলই শিল্প৷’ তিনি আরও বলেন, এই বিশ্ব সমস্ত গুণী ব্যক্তির শিল্পকে সম্মান করে যেমন, বেল গাঁ, টিটিয়ান বা কোন শিল্পী৷ তারা নগ্নতার সৌন্দর্যকেই সামনে এনেছিলেন যার প্রশংসাও হয়েছে৷ তবে তার বেলায় এমন অন্যথা কেন হচ্ছে বলেই প্রশ্ন তুলেছেন ইউক্রেনের এই সুন্দরী সাংসদ৷

আগামী ২৬ অক্টোবর ইউক্রেনে সংসদীয় নির্বাচন হতে চলেছে৷-ওয়েবসাইট।

বাংলাদেশ সময়: ৭:৩৬:৫৭   ৩৮০ বার পঠিত  




বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ