বাংলাদেশের উন্নয়নে আগের মতো আমেরিকার অংশীদারিত্ব থাকবে:মজীনা

Home Page » জাতীয় » বাংলাদেশের উন্নয়নে আগের মতো আমেরিকার অংশীদারিত্ব থাকবে:মজীনা
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০১৪



dan-w-mozena-bg20131022073814.jpgবঙ্গ-নিউজ ডট কম:বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, স্বাস্থ্যসেবায় বাংলাদেশের অনেক পরিবর্তন ঘটেছে। এ দেশের উন্নয়নে আগের মতো আমেরিকার অংশীদারিত্ব থাকবে।
বুধবার দুপুরে লক্ষ্মীপুর সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মজীনা এ কথা বলেন।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত জেলা সার্কিট হাউজে জেলা প্রশাসক একেএম টিপু সুলতানের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন। এসময় পুলিশ সুপার শাহ মিজান মো. সাফিউর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসাইন জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রদূতকে গার্ড অব অনার দেয়া হয়।
মজীনা বলেন, “লক্ষ্মীপুর একটি চমৎকার জায়গা। আমি এখানে এসে মুগ্ধ হয়েছি। বাংলাদেশের সয়াবিন উৎপাদনে লক্ষ্মীপুর শীর্ষে রয়েছে এবং এই জেলা সয়াবিনের রাজধানী।
তিনি বলেন, “আমি সয়াবিন ফার্মে বড় হয়েছি, মেঘনা নদীর ইলিশ সম্পদ আমার দেশে যায়, আমি মাছের মধ্যে ইলিশ বেশি পছন্দ করি।”
মা ও স্বাস্থ্য সেবার সাফল্য দেখে মজীনা অবিভূত হন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে মাতৃত্বকালনী মৃত্যুর হার অনেক কমেছে। ১৫ বছর আগে বাংলাদেশে মা ও শিশুর মৃত্যুর যে চিত্র ছিল এখন আর তা নেই। ডায়রিয়ার রোগ প্রতিরোধে বাংলাদেশ অনেক এগিয়ে আছে।
এর আগে তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, মার্কিন রাষ্টদূতের স্ত্রী গ্রেস মজীনা, ইউ্এসএ এসডির মিশন ডিরেক্টর ডা. জেনিনা জারুজেকসকি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা, জেলা সিভিল সার্জন মোহাম্মদ গোলাম ফারুক ভূইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) নাজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সৈকত শাহীন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার আশফাকুর রহমান মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৫৯   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ