বান্দরবানে মিশনারি আশ্রম থেকে পালিয়েছে ১৩৫ শিশু:নির্যাতন নিপিড়নের অভিযোগ

Home Page » সংবাদ শিরোনাম » বান্দরবানে মিশনারি আশ্রম থেকে পালিয়েছে ১৩৫ শিশু:নির্যাতন নিপিড়নের অভিযোগ
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০১৪



bandar.jpgবঙ্গ-নিউজ ডট কম:বান্দরবান: বান্দরবানে মিশনারি পরিচালিত একটি আশ্রম থেকে ১৩৫ জন শিশু-কিশোর পালিয়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে শিশুরা থানছি উপজেলার শান্তি রাজ নামের ওই আশ্রম থেকে পালিয়ে যায়। আশ্রমটিতে শিশুদের উপর নির্যাতন নিপিড়ন চালানোসহ অনিয়ম অব্যস্থাপনার অভিযোগ এনেছেন শিশুদের অভিভাবকরা।এ ঘটনার পর আজ বুধবার সকালে উপজেলা চেয়ারম্যানসহ পুলিশ কর্মকর্তরা আশ্রমটি পরিদর্শন করেছেন।জানা যায়, বান্দরবানের দুর্গম থানছি উপজেলার তিন্দু, রোমাক্রী, বড় মদকসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকার শিশু কিশোররা আশ্রমটিতে থেকে পড়ালেখা করতো। ক্যাথলিক মিশন ও অভিভাবকদের আর্থিক অনুদানে আশ্রমটি পরিচালিত হতো। আশ্রমটির কর্তৃপক্ষের অব্যস্থাপনা ও শিশু কিশোরদের ওপর নির্যাতনের নিপীড়নের অভিযোগে শিশু কিশোররা আশ্রমটি ছেড়ে রাতে পালিয়ে গেছে বলে উপজেলা চেয়ারম্যান ক্যলাচিং মার্মা জানিয়েছেন।সদর ইউনিয়নের চেয়ারম্যান মাংসার জানান, দীর্ঘদিন থেকে আশ্রমটিতে অনিয়ম অব্যস্থাপনা ছিল। সম্প্রতি শিশুদের ওপর নির্যাতন বেড়ে গেলে ও খাবারের সংকট দেখা দেয়ার পর শিশু কিশোররা আশ্রমটি ছেড়ে পালিয়ে গেছে।স্থানীয়রা জানিয়েছেন, জুমের ফসল না উঠায় শিশুদের অভিভাবকরা ঠিকমতো আর্থিক অনুদান দিতে পারছিল না। সেই সঙ্গে আশ্রমটিতে খাদ্য সংকট ও শিশুদের ওপর নির্যাতন নিপিড়ন বেড়ে যাওয়ায় শিশুরা গভীর রাতে সুযোগ বুঝে পালিয়ে বনে জঙ্গলে আশ্রয় নেয়। পরে তারা তাদের নিজ নিজ গ্রামে চলে যায়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর আলী নতুন বার্তাকে জানান, শিশুদের পালিয়ে যাওয়ার কারণ ও আশ্রমটি সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে।আশ্রমটির পরিচালক ফদার লরেন্স জানান, উদ্ভুত পরিস্থিতি নিয়ে বুধবার সন্ধ্যায় অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৫৫   ৩২৩ বার পঠিত  




সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ