মোহাম্মদ নাম ইসরাইলে সবচেয়ে জনপ্রিয়

Home Page » এক্সক্লুসিভ » মোহাম্মদ নাম ইসরাইলে সবচেয়ে জনপ্রিয়
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০১৪



baby.jpgবঙ্গ-নিউজ ডট কম:ইসরাইলে সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ। গত এক বছরে দেশটিতে যত শিশু জন্মগ্রহণ করেছে, এই নামটি সবচেয়ে বেশি রাখা হয়েছে। তবে ইসরাইল কর্তৃপক্ষ তথ্যটি গোপন করার চেষ্টা করেছে।
ইসরাইলের ‘পপুলেশন অ্যান্ড ইমিগ্রেশন অথোরিটি’ চলতি সপ্তাহে এই বছরে জন্ম নেয়া ছেলে ও মেয়েশিশুদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ১০টি নামের তালিকা প্রকাশ করেছে। তবে এই তালিকায় আরবি নাম রাখা হয়নি। এ কারণে মোহাম্মদ নামটিও ঠাঁই পায়নি। এ কারণে চলতি বছর জন্ম নেয়া শিশুদের মধ্যে এই নামটি সবচেয়ে বেশি জনের জন্য রাখা হলেও তা তালিকায় স্থান পায়নি। আরবি নাম তালিকায় স্থান পেলে আহমদ নামটির স্থান হতো নবম।
ইসরাইল হিব্রু নামকে বেশ গুরুত্ব দেয়। সেই হিসেবে গত ১২ মাসে (ইহুদি বর্ষে) সরকারি তালিকায় সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে আবির্ভূত হয়েছে ইউসেফ (ইউসুফ) নামটি। এর পরের স্থানে আছে যথাক্রমে দানিয়েল, ইউরি, ইতাই, ওমার, আদম, নোয়াম, অ্যারিয়েল, আইতান, ডেভিড (দাউদ)।
তালিকা অনুযায়ী সবচেয়ে জনপ্রিয় মেয়েদের নামগুলোর মধ্যে রয়েছে তামার ও নোয়া। নোয়া নামটি গত ১৪ বছর তালিকার শীর্ষে ছিল। অন্য জনপ্রিয় নামগুলো হচ্ছে শিরা, অ্যাডেল, তালইয়া, ইয়ায়েল, লিয়ান, মিরিয়াম, মায়া অ্যাভিজায়িল। লিয়ান, মিরিয়াম (মরিয়ম) ও মায়া নামগুলো ইহুদি আর আরব উভয় সম্প্রদায় ব্যবহার করে।
আরবি নাম সরকারি তালিকায় না রাখায় অনেকে সমালোচনাও করেছে।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর ইসরাইলে ১,৭৬,২৩০টি শিশু জন্মগ্রহণ করেছে। এর মধ্যে ৯০,৬৪৬ জন ছেলেশিশু ও ৮৫,৫৮৫ জন মেয়েশিশু রয়েছে।
ইসরাইলের পরিসংখ্যান ব্যুরোর হিসাবমতে, ইসরাইলে বাস করে ৮১ লাখ ৮০ হাজার লোক। এদের মধ্যে ইহুদি ৬০ লাখের বেশি।
সূত্র : ডেইলি মেইল।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৫৯   ৪৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ