আগামী জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর : অর্থমন্ত্রী

Home Page » জাতীয় » আগামী জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর : অর্থমন্ত্রী
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০১৪



iaaaaaaandex.jpg

বঙ্গ-নিউজঃনিজস্ব প্রতিবেদক-আল রিআনঃ পে-কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল আগামী বছরের জুলাই থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল মঙ্গলবার ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। রডরিগো কিউবেরোর নেতৃত্বে আইএমএফের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে।
প্রসঙ্গত, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সপ্তম পে-কমিশন গঠন করা হয়। এরপর ওই কমিশনের সুপারিশ অনুযায়ী ২০০৯ সালের পহেলা জুলাই সর্বশেষ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানো হয়। এরপর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ক্যাডার ও বিভাগের বেতন বৈষম্যের বিষয়গুলো চিহ্নিত করে সমাধানের সুপারিশ করতে গত ২০১৩ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে ১৭ সদস্যের বেতন ও চাকরি কমিশন গঠন করে সরকার।
অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে গঠিত পে-কমিশন আগামী ডিসেম্বরে তাদের প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন যদি সাদামাটা হয় তাহলে বাস্তবায়নে বেশি দেরি হবে না, কিন্তু যদি সংস্কার করতে হয় তাহলে কিছুটা সময় লাগতে পারে। সে ক্ষেত্রে চলতি অর্থবছর থেকে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা সেটা বলা যাচ্ছে না। প্রতিবেদনটি পর্যালোচনা করে ২০১৫ সালের পহেলা জুলাই থেকে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে।’
আইএমএফ- প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বর্ধিত ঋণ সহায়তার (ইসিএফ) মেয়াদ আমরা বাড়াতে চাই না। কারণ এর প্রয়োজন নেই। তবে এর পরিবর্তে নতুন করে তাদের সঙ্গে অন্য কোনো কর্মসূচি চালু করা যেতে পারে।’
অর্থমন্ত্রী জানান, বিশ্বব্যাংক বাংলাদেশকে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে। চুক্তি হয়ে গেলে আগামী অর্থবছরে এটা ব্যবহার করা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৩:২৭:২৬   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ