রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সরকারের লাখ লাখ শূন্যপদে নিয়োগ হচ্ছে না। এখান থেকে বেরিয়ে আসার উপায় খোঁজা হচ্ছে। তাছাড়া নতুন নিয়োগের ক্ষেত্র বাড়ায় আরেকটি পিএসসি করার কথা ভাবা হচ্ছে। সোমবার মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ‘সরকারের শূন্য পদ পূরণ, অত্যাবশ্যকীয় নতুন পদ সৃজন ও এ সব পদে নিয়োগ প্রক্রিয়া করিবার বিষয়ে সুপারিশ প্রণয়ন এবং এগুলো বাস্তবায়নের প্রয়োজনীয় পদ গ্রহণ সংক্রান্ত’ কমিটির সভায় এসব বলা হয়। এ কমিটির সদস্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অর্থসচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব ও রেলপথ সচিব। এছাড়াও পরে কমিটিতে শিক্ষা সচিবকে যুক্ত করা হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইয়া মানবকণ্ঠকে বলেন, সরকারের শূন্য পদে দ্রুত নিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে। নিয়োগে সময় কমানোর ব্যাপারে আরেক পিএসসি করার ভাবা হচ্ছে বলে জানান তিনি।
সভাসূত্রে জানা গেছে, সভায় শূন্যপদে দ্রুত নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতার বিষয় নিয়ে আলোচনা হয়। বলা হয়, এ ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে প্রতিটি নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপ। প্রতিটি পদে নিয়োগের ব্যাপারে এমপি, মন্ত্রী, স্থানীয় রাজনীতিবিদ ও নীতিনির্ধারণী মহলের পাঠানো তালিকা। দেখা যায়, ১০টি পদের বিপরীতে সুপারিশ থাকে ৫০ থেকে ১০০টি। বিভাগ/অধিদফতর বা জেলা পর্যায়ের নিয়োগ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঝামেলা এড়াতে নিয়োগ বন্ধ রাখেন। এসব সমস্যার কারণে ২৫টি জেলায় প্রায় এক লাখ শূন্যপদের নিয়োগ স্থগিত অবস্থায় রয়েছে। কারণ উপযুক্ত প্রার্থীকে বঞ্চিত করে কারো সুপারিশে কাউকে চাকরি দিতে চান না কর্মকর্তারা। এ ঘটনা সব সরকারের আমলেই ঘটছে।
অনেক ক্ষেত্রে দুর্নীতিবাজ কর্মকর্তারা রাজনৈতিক সুপারিশের সুযোগ নিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরি দিয়ে আখের গোছান। এছাড়া মামলাসহ নানা জটিলতায় প্রায় দেড় লাখ পদে নিয়োগ হচ্ছে না।
এ কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে মানবকণ্ঠকে বলেন, নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ বড় বাধা সেটি নিয়ে তারা আলোচনা করেছেন। এ বিষয়টি তারা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো লিখিত সুপারিশে রাখছেন না। তবে ব্যাপারটি উৎরানোর কৌশল নিয়ে আলোচনা হয়েছে। শূন্যপদ দ্রুত পূরণ করার লক্ষ্যে আরেকটি নতুন পাবলিক সার্ভিস কমিশন করার প্রয়োজনীতা নিয়ে সভায় আলোচনা হয়েছে। যদিও বিষয়টি এখনো ভাবনার পর্যায়ে রয়েছে।
আরেকটি পিএসসি করা হলে নিয়োগ প্রক্রিয়ায় সময় কমবে। কারো প্রস্তাব তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের জন্য হতে পারে। কমিটির বেশিরভাগ সদস্য কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রে আলাদা পিএসসি করা যেতে পারে বলে মত দিয়েছেন। বিসিএস শিক্ষা ক্যাডার শিক্ষা মন্ত্রণালয় নিয়ে আলাদা পিএসসি করার বিষয়ে বিরোধিতা করে আসছে বলে জানানো হয়েছে। নতুন পিএসসি করার বিষয়টি গুরুত্বের সঙ্গে সবাইকে ভাবতে বলা হয়েছে।
মন্ত্রণালয় বা বিভাগে নতুন পদ সৃজন ও এক গুচ্ছ পদে নিয়োগের জন্য কমপক্ষে এক বছর সময় লাগে বলে সভায় জানানো হয়।
নতুন পদ সৃজনে বিলম্বের কারণ হচ্ছে সৃষ্ট পদের দায়িত্ববণ্টন ঠিক করাসহ অরগানোগ্রাম তৈরিতে সময় নেয়া। নতুন পদ সৃষ্টিতে জনপ্রশাসন ও অর্থমন্ত্রণালয়ে বেশি সময় লাগে। এ দুটো মন্ত্রণালয়ের জন্য একটি সমম্বয় সেল করার ব্যাপারে সম্মতি দেয়া হয়েছে।
সরকারের আড়াই লাখ শূন্যপদে লোকবল নিয়োগ প্রক্রিয়া সহজতর করা এবং নানা জটিলতায় দীর্ঘ সময় ঝুলে থাকা নিয়োগ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বিক নিয়োগ প্রক্রিয়া মূল্যায়ন করে একটি কার্যকর উপায় বের করার তাগিদা দেন তিনি। এর প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগে নির্দিষ্ট ছকে তথ্য জানতে চাওয়া হয়েছে।
সম্প্রতি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি দেয়া হয়। গত ২৪ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো এ চিঠির (৭৭ নং স্মারক) বলা হয় ‘এজন্য মন্ত্রিপরিষদ সচিব মো মোশাররাফ হোসাইন ভূইয়াকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়।’ ২২ সেপ্টেম্বর কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। কমিটির প্রথম সভাটি হয়েছিল ১৮ জুন।
বাংলাদেশ সময়: ১৩:১৭:৩৮ ৩৪২ বার পঠিত