সংবাদ পড়ার সময় টিভি সাংবাদিকের পদত্যাগ

Home Page » এক্সক্লুসিভ » সংবাদ পড়ার সময় টিভি সাংবাদিকের পদত্যাগ
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০১৪



untitled-45_88339_0.jpgবঙ্গ-নিউজ ডট কম:রাত ১০টা। আলাস্কার কেটিভিএ টিভিতে চলছে সরাসরি সংবাদ সম্প্রচার। কলোরাডো এবং ওয়াশিংটনে বিনোদন বা চিকিৎসার প্রয়োজনে মারিজুয়ানা বৈধ করা বিষয়ে ভোট গ্রহণ নিয়ে একটি প্রতিবেদন। আসছে নভেম্বরে আলাস্কাবাসীওভোটের মাধ্যমে আইনটি পুনর্নির্ধারণ করতে যাচ্ছে। এর পর প্রচার শুরু হয় আলাস্কা ক্যানাবিস ক্লাব নামে মারিজুয়ানা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে প্রতিবেদন। সংবাদ উপস্থাপক সেটি পড়তে পড়তে এক পর্যায়ে প্রতিষ্ঠানটির মালিক হিসেবে উল্লেখ করেন ক্যারোল গ্রিনের নাম এবং বলার পরই হয়তো খেয়াল হয় নামটা যে তারই! তাই সংবাদ চলাকালেই অনেকটা থতমত খেয়ে ‘…বেশ, আমি পদত্যাগ করছি’ এটুকু জানিয়েই সাংবাদিকতা ছাড়ার ঘোষণা দেন গ্রিন। তারপর দ্রুত ক্যামেরার সামনে থেকে সরে যান তিনি।’লাইভ’ পদত্যাগ!আলাস্কা ডেসপ্যাচ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিন জানান, তার পদত্যাগের বিষয়টি কর্তৃপক্ষ জানত না। এমনকি মারিজুয়ানা ব্যবসায় জড়িত থাকার বিষয়টিও তাদের অজানা। তাহলে কেন তিনি সরাসরি সম্প্রচারের মধ্যেই পদত্যাগের কথা জানালেন? মারিজুয়ানা বৈধ করার বিষয়ে জনগণের দৃষ্টি আকর্ষণের জন্যই তিনি এমনটা করেছেন বলে বেশ দৃঢ়ভাবেই জবাব দেন তিনি। সঙ্গে দর্শকদের এটা জানাতেও ভোলেন না যে, আলাস্কায় মারিজুয়ানা বৈধ করার লড়াইয়ে নিজের সর্বশক্তি নিয়োগ করবেন বলেই এ পদত্যাগের সিদ্ধান্ত।

অবশ্য নিজেদের ফেসবুক পাতায় কেটিভিএর সংবাদ পরিচালক উপস্থাপকের হয়ে ক্ষমা চেয়েছেন দর্শকদের কাছে। অশোভন ভাষা ব্যবহারের দায়ে তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলেও জানান তিনি।তবে প্রতিবেদনটি সম্প্রচারের আগেই আলাস্কা ক্যানাবিস ক্লাব ফেসবুকে তাদের অনুসারীদের সেটি দেখতে আমন্ত্রণ জানিয়েছিল। মারিজুয়ানা চাষিদের সঙ্গে চিকিৎসার জন্য এটি সেবন করতে হয়, এমন ব্যক্তিদের পরিচয় করিয়ে দেওয়ার কাজ করে প্রতিষ্ঠানটি। প্রচলিত আইনে আলাস্কায় মারিজুয়ানা বেচাকেনা নিষিদ্ধ। আইনের মারপ্যাঁচ এড়াতে তাই সরবরাহকারীদের কাছ থেকে সরাসরি না কিনে ‘অনুদানের মাধ্যমে’ মূল্য পরিশোধ করে তারা। খবর দ্য টেলিগ্রাফ ও মেইল অনলাইন অবলম্বনে।

বাংলাদেশ সময়: ৭:৪২:৪৪   ৪৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ