গাজীপুরে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে পুলিশ নিহত

Home Page » সংবাদ শিরোনাম » গাজীপুরে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে পুলিশ নিহত
শনিবার, ১১ মে ২০১৩



gazipur_district_map_bangladesh-61.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ আসামি ধরতে গিয়ে গাজীপুরের কালীগঞ্জের একটি গ্রামে গিয়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।শনিবার প্রথম প্রহরে বরকাউ গ্রামে এই সংঘর্ষ হয় বলে কালীগঞ্জ থানার ওসি আবদুল বাতেন জানিয়েছেন।

নিহত আজিজুর রহমান(৪৫) গাজীপুর পুলিশ লাইনের রিজার্ভ ফোর্সের নায়েক ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলপুরের বাঁশকান এলাকার প্রয়াত আব্দুল কুদ্দুসের ছেলে।

সংঘর্ষে আরো চার পুলিশসহ অন্তত সাতজন আহত হয়েছেন।

রাত দেড়টার দিকে ৬০/৭০ জন পুলিশ নাগরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদেরসহ চাঁদাবাজি মামলার আরো কয়েকজন আসামিকে গ্রেপ্তার করতে যায় পুলিশ।

পুলিশ কর্মকর্তা বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই সময় মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার ঘোষণা দেয়া হলে এলাকাবাসী ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। আত্মরক্ষায় পুলিশ শটগানের কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।”

ধারালো অস্ত্রের আঘাতে আজিজুর রহমান গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু বলে জানান ওসি বাতেন।

আহত পুলিশ সদস্যরা হলেন- কালীগঞ্জ থানার এসআই মো. কামরুল ইসলাম, গাজীপুর পুলিশ লাইনের আর্মড ব্যাটালিয়ানের নায়েক মোহাম্মদ ইস্রাফিল, আবু রায়হান ও আনোয়ার হোসেন।

এর মধ্যে আবু রায়হানকে গাজীপুর সদর হাসপাতালে এবং বাকিদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করা হয়েছে।

আহত গ্রামবাসীদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, গাজীপুর পূর্বাঞ্চল উপ-শহর এলাকার জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয় নিয়ে এলাকাবাসীর সঙ্গে রাজউক কর্তৃপক্ষের বিরোধ চলছিলো। আব্দুল কাদেরের নেতৃত্বে এলাকাবাসী বিভিন্ন সময় প্রকল্পের কাজে বাধা দিয়ে আসছে।

৩০ এপ্রিল ওই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান আরএকে’র প্রকৌশলী মো. নুরুজ্জামান আব্দুল কাদেরসহ কয়েকজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানার চাঁদাবাজির মামলা করেন।

কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আলম জানান, মূল আসামি আব্দুল কাদের পালিয়ে গেছেন। তবে সাইদুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০:১৭:০৬   ৪৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সংবাদ শিরোনাম’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ