সিরিয়ায় আইএস ঘাঁ‍টিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

Home Page » প্রথমপাতা » সিরিয়ায় আইএস ঘাঁ‍টিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪



bomber_445004501.jpgবঙ্গ-নিউজ: সিরিয়ায় দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস/আইএস) ঘাঁ‍টি লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। পেন্টাগনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টা থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র পাঁচ আরব দেশ (বাহারাইন, কাতার, সৌদি আরব, জর্দান এবং সংযুক্ত আরব আমিরাত) যৌথভাবে এ হামলা শুরু করে।

পেন্টাগনের মুখপাত্র রেয়ার এডমিরাল জন কিরবে জানান, হামলায় ফাইটার ও বোম্বার জেট ব্যবহার করা হয়েছে। এছাড়া ফরাসি উপসাগর ও রেড সিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর জাহাজ থেকে মিসাইল হামলা চালানো হয়েছে।

আইএস’র প্রধান কার্যালয় লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবদামাধ্যম। হামলার বিষয়ে সর্বশেষ তথ্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে জানানো হচ্ছে।

আইএস’র যে ৩১ হাজার সৈন্য রয়েছে তার দুই-তৃতীয়াংশের অবস্থান সিরিয়ায় বলে ধারণা করছেন সামরিক কর্মকর্তারা।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বারাক ওবামা বলেন, আইএসের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এটি ইরাক ও আফগানিস্তানের মতো হবে না। আর এ লড়াই আমাদের একক নয়।

সন্ত্রাসবাদ মোকাবেলার এ লড়াইয়ে আরো বেশ কিছু দেশ অংশ নিচ্ছে বলেও জানান তিনি।

গত আগস্টে ইরাকে আইএসকে লক্ষ্য করে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত ১৯০টি বিমান হামলা চালানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:২৫:১৮   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ