হরতালে মাঠে নেই বিএনপি

Home Page » প্রথমপাতা » হরতালে মাঠে নেই বিএনপি
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০১৪



bnp_sm_3428150961.jpgবঙ্গ-নিউজ:গত ৫ জানুয়ারির নির্বাচনের পর আজ প্রথম বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোটের হারতাল চলছে। হরতালের মাঠে বিএনপিকে যতটা কঠোর আবস্থানে থাকার ধারণা করা হয়েছিলো কার্যত কোথাও তার দেখা মেলেনি। ঢাকা মহানগর কেন্দ্রীক রাজনীতির সাথে সম্পৃক্ত বিএনপির সিনিয়র নেতাদের কাউকেই হরতালে মাঠে দেখা যায়নি। বিচ্ছিন্নভাবে রাজধানীর দুএক জায়গায় কিছু সংখ্যাক নেতাকর্র্র্র্র্র্মী ঝটিকা মিছিল করার চেষ্টা করলেও পুলিশি বাধায় সফল হননি।
দল পুনর্গঠনের অংশ হিসেবে দুইমাস আগে মির্জা আব্বাসকে আহবায়ক করে ঢাকা মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠিত হয়। রাজধানীতে খোকা নেতৃত্বাধীন কমিটির ব্যর্থতার কারণে আন্দোলন চাঙ্গা করতেই নতুন করে মির্জাত আব্বাসকে দায়িত্ব দেয়া হয়। অথচ আজকের হরতালের মাঠে মহানগরের আহবায়ক কমিটির নেতাদের কেউই মাঠে ছিলেন না। খোঁজ নিয়ে জানা গেছে মহানগরের আহবায়ক মির্জা আব্বাস হরতালে বাসায় অবস্থান করছেন। তার একান্ত সচিবও এর সত্যতা স্বিকার করেছেন। তবে মহনগরের সদস্য সচিব হাবিব উন নবী সোহেল বেইলীরোডে হরতালের সমর্থনে একটি মিছিল বের করার চেষ্টা করলেও পুলিশি বাধায় সফল হননি। অপরদিকে মহানগরের যুগ্ন আহবায়ক সালাউদ্দিন আহমেদ, এম এম কাইয়ুম, সাহাব উদ্দিন আহমেদসহ যুগ্ন আহবায়কদের কেউই মাঠে ছিলেন না। যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকেও মাঠে দেখা যায়নি।
অন্যদিকে সিনিয়র নেতাদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও যুগ্ন মহাসচিব মোহাম্মদ শাহজাহানসহ হাতে গোনা কয়েকজন নেতা সকাল থেকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করলেও সেকানে তারা কোন মিছিল বের করার চেষ্টা করেননি।

বাংলাদেশ সময়: ১২:৩৫:২২   ৩২৯ বার পঠিত  




প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ