বিএনপি’র হরতালে সক্রিয় জামায়াত-শিবির

Home Page » জাতীয় » বিএনপি’র হরতালে সক্রিয় জামায়াত-শিবির
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০১৪



bnp_jamat_sm_375482514.jpgবঙ্গ-নিউজ: মূলত বিএনপি নেতৃত্বাধীন ২০ দল হরতাল ডেকেছে। কিন্তু হরতালে কোথাও বিএনপি বা জোটের অন্য শরিকদের নেতাকর্মীরা মাঠে না থাকলেও মাঠে আছে জামায়াত-শিবির কর্মীরা।

হরতালের প্রথম ৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত হরতাল সমর্থনে বিএনপির কোনও মিছিল সমাবেশের খবর পাওয়া যায়নি। তবে ইতিমধ্যে রাজধানীতে জামায়াত-শিবির বেশ কয়েকটি চোরগোপ্তা বা ঝটিক মিছিল করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ কোন্দলে বিপর্যস্থ দলটি আন্দোলনে তেমন সুবিধা করতে পারছেনা। সভা, সমাবেশের মধ্যেই কাটছে তাদের আন্দোলন কর্মসূচি। দেশের অন্যন্য স্থানে বিএনপি’র নেতাকর্মীরা প্রকাশ্য মিছিল সমাবেশ করলেও খোদ রাজধানীতে তারা মিছিল-সমাবেশ করতে পারছে না।

তারা আরও বলেন, আন্দোলনে গতি আসবে এমন আশায় দলটির চেয়ারপার্সন খলেদা জিয়া নতুন করে ঢাকা মহানগর কমিটি দিয়েছেন। কিন্তু কমিটি আশানুরূপ কাজ করতে পারছে না।

বিএনপি’র এ হরতালকে নতুন কমিটির আহবায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেলের অগ্নি পরীক্ষা বলা হলেও কার্যত এই কমিটি সফল হবে না বলে মনে হচ্ছে। সোমবার সকাল থেকে নেতাকর্মীদের মাঠে না থাকা কমিটির ব্যর্থতা বলেই ধরে নেওয়া যায়।

খোঁজ নিয়ে জানা যায়, হরতালে প্রথম ৪ ঘণ্টায় রাজধানীর বাড্ডা, মহাখালি, গুলশান, রামপুরা, মালিবাগ, মগবাজার, কাওরান বাজার, শ্যামলী, গাবতলি, উত্তরা, মোহাম্মদপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে বিএনপি’র কোনও মিছিল, সমাবেশ কিংবা পিকেটিংয়ের খবর পাওয়া যায় নি।

তবে হরতাল সমর্থনে ধারাবাহিক মিছিল সমাবেশ করেছে বিএনপি’র অন্যতম জোট জামায়াত ও তাদের ছাত্র সংগঠন শিবির।

রাজধানীর মগবাজার, ডেমরা, রায়েরবাগসহ কয়েকটি এলাকায় তাদের মিছিল সমাবেশের খবর পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, যারা হরতাল ডাকলো তাদের কোনও খবর নেই। বিএনপি’র ঢাকা মহানগর কমিটির যে দূর্নাম রয়েছে তা ঘুচানোর সময় আসলেও তারা ব্যর্থ হবে বলে মনে হচ্ছে।

আগেও হরতালগুলোতেও বিএনপি’র এমন করুণ দৃশ্য দেখা গেছে। তবে মাঠে সক্রিয় রয়েছে দলটির অন্যতম শরিক জামায়াত ইসলামীকে।

বাংলাদেশ সময়: ১০:০৩:২৩   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ