আজ ২০ দলের হরতাল

Home Page » জাতীয় » আজ ২০ দলের হরতাল
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০১৪



202.jpgবঙ্গনিউজ- সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বিএনপি অভিযোগ করেছে, শান্তিপূর্ণ হরতাল বানচাল করতে সরকার বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশে মিথ্যা মামলা দায়ের এবং গ্রেফতার অভিযান চালিয়ে যাচ্ছে।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে শনিবার জোটের তরফ থেকে এই হরতালের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০ দলীয় জোট মনে করে, গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে নিজেদের অবৈধ ও অনৈতিক ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার হীন উদ্দেশ্যে ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের কাছে অর্পণ করেছে। এই আইনের মাধ্যমে প্রধানমন্ত্রীকেই বিচার বিভাগের ওপর খবরদারি করার গ্যারান্টি নিশ্চিত করা হয়েছে। বর্তমান অনৈতিক ও অবৈধ পার্লামেন্টের কোনো এখতিয়ার নেই সংবিধান সংশোধন করার।
বিএনপি শান্তিপূর্ণভাবে হরতাল পালন করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
এ দিকে গতকাল এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, হরতাল বানচাল করতে সারা দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। তল্লাশির নামে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে নির্যাতন নিপীড়ন ও হয়রানি করছে।
তিনি জানান, বাগেরহাট জেলায় বিএনপি নেতা আজাহার মোল্লা, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক হাইউল শেখসহ পাঁচজনের অধিক নেতাকর্মী, খুলনা জেলায় ফুলতলা উপজেলা ছাত্রদল সভাপতি আনোয়ার হোসেন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পারভেজ ভূঁইয়া, চালনা কলেজ ছাত্রদল সভাপতি জি এম সুমনসহ ছয়জন, মাগুরা জেলা বিএনপি নেতা বাচ্চু শেখ, রেজাউল ইসলাম, মোহাম্মদ আলী, তুষার আহমেদ, মনিরুল ইসলাম, মো: মোস্তফা, তোরাব আলীসহ ১১ জন, নোয়াখালী জেলা ছাত্রদল নেতা হারুন, নারায়ণগঞ্জে মহানগর যুবদল নেতা মো: মাসুদ, বিএনপি নেতা ফারুক আহমেদসহ ১০ জন, ঝালকাঠি জেলায় নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা পলাশ, মুন্সীগঞ্জ জেলায় শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সালাহউদ্দিন আহমেদ, নরসিংদী জেলায় মনোহরদী উপজেলা বিএনপির সভাপতি অধ্য তোফাজ্জল হোসেন শাহজাহান, হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রদল সভাপতি সাদেকুর রহমানসহ ৯ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
পাইকারি হারে গ্রেফতারের ঘটনাকে ন্যক্কারজনক ও অমানবিক আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, দমন-পীড়ন চালিয়ে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না, বরং নির্যাতনের মাত্রা যতই বৃদ্ধি করা হবে ততই বিরোধীদলীয় নেতাকর্মীরা সুসংগঠিত হয়ে জনগণকে সাথে নিয়ে চলমান আন্দোলনকে আরো বেগবান, গতিশীল ও শক্তিশালী করতে দৃঢ়প্রতিজ্ঞ হবে।
হরতালের আওতামুক্ত : হজযাত্রীদের যানবাহন, খাওয়ার হোটেল, ওষুধের দোকান, ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স, সংবাদমাধ্যম, সাংবাদিকদের ব্যবহৃত যানবাহন ও লাশ বহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ৯:১৭:৩১   ৩৩৮ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ