গোপন ক্যামেরা থেকে নিজেকে কিভাবে নিরাপদ রাখবেন,জেনে নিন উপায়।

Home Page » এক্সক্লুসিভ » গোপন ক্যামেরা থেকে নিজেকে কিভাবে নিরাপদ রাখবেন,জেনে নিন উপায়।
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০১৪



how-to-detect-hidden-cameras-in-trial-rooms.jpgবঙ্গনিউজ ডট কমঃ নিরাপত্তার জন্যই মূলত ব্যবহার করা হয় গোপন ক্যামেরা। কিন্তু সেই গোপন ক্যামেরাই এখন আতঙ্কের নাম। আর এ ক্যামেরা নিয়ে কত কেলেঙ্কারিই না হয়ে গেলো। ইন্টারনেটে ঢুকলেই দেখা মিলে নানান ভিডিও। বিউটি পার্লারে গেলেন নিজেকে নিজের মতো করে সাজাতে কিন্তু গোপন ক্যামেরায় ধরা পড়লো সব। সেই ফুটেজ আবার ইন্টারনেটে! এমন কত ঘটনাই না শোনা যাচ্ছে দিনকে দিন। তবে একটু সচেতন হলেই এর থেকে রক্ষা পাওয়া যায়। শুধু কয়েকটি জিনিস মাথায় রাখলেই চলবে।
মোবাইল পদ্ধতি:
হোটেল রুম, বিউটি পার্লার, পাবলিক টয়লেট কিংবা শপিংমলের ট্রায়াল রুমে গোপন ক্যামেরা বসিয়ে অনেক ক্রাইম করা হয়। অসতর্কতার কারণে যে কোনো সময়ই আপনি হতে পারেন সেই ক্রাইমের শিকার। তবে খুব সহজেই এর থেকে রক্ষা পেতে আপনার লাগবে একটা মোবাইল ফোন। ট্রায়াল রুম কিংবা সন্দেহজনক জায়গায় আপনার মোবাইল থেকে কাউকে ফোন করুন। যদি ফোন করা যায় ও নেটওয়ার্ক থাকে- তাহলে বুঝবেন সেখানে গোপন ক্যামেরা নেই। আর যদি ফোন করা না যায় এবং নেটওয়ার্ক হঠাৎ করে চলে গেলে বুঝবেন সেখানে গোপন ক্যামেরা রয়েছে।
কারণ গোপন ক্যামেরার সঙ্গে একধরনের ফাইবার অপটিক্যাল কেবল থাকে। সিগন্যাল ট্রান্সফার করার সময় এর ইন্টারফিয়ারেন্স হতে থাকে। যার জন্য মোবাইল নেটওয়ার্ক সেখানে কাজ করে না। এছাড়াও গোপন ক্যামেরা আছে সন্দেহ হলে চারপাশ ভালো করে দেখুন। মূলত ছাদের কোণা, দেয়ালের ছবি, ফুলের টব অথবা আয়নার পেছনে বসানো হয় এটি।অ্যাপস পদ্ধতি
যারা অ্যান্ড্রয়েড কিংবা আইফোন অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ব্যবহার করেন তাদের পক্ষে সবচেয়ে সহজ হবে গোপন ক্যামেরা সনাক্তকরণ ‘অ্যাপস’ ইনস্টল করে নেয়া। সেক্ষেত্রে অ্যাপসটিই আপনাকে জানিয়ে দেবে, ঘরে কোনো লুকানো ক্যামেরা আছে কি-না।

আঙ্গুল পদ্ধতি:

শপিংমলের ট্রায়াল রুমে যে আয়না থাকে সেটা অনেক সময় নকল থাকে, যা গোপন ক্যামেরার মতোই মারাত্মক। প্রযুক্তির অপব্যবহারে আসল আয়নার মাঝে এখন যুক্ত হয়েছে ট্রান্সপারেন্ট গ্লাস। এই আয়নায় আপনি আপনার চেহারা দেখতে পারবেন কিন্তু কখনোই বুঝতে পারবেন না অন্যপাশ থেকে কেউ আপনাকে দেখছে।
এ থেকেও খুব সহজে রক্ষা পাওয়া সম্ভব। আপনার আঙুল আয়নার উপর রাখুন। যদি আপনার আঙুলের মাথার প্রতিবিম্ব আঙ্গুলের মাথা না লাগে বা ফাঁকা থাকে তাহলে বুঝবেন আয়নাটি আসল। আর যদি আঙ্গুলের মাথা প্রতিবিম্বের মাথার সঙ্গে লেগে যায়, তার মানে আয়না নকল। কারণ আসল আয়নার সিলভার প্রলেপ থাকে আয়নার পিছনে, যার জন্য আপনার আঙ্গুল ও প্রতিবিম্বের মাঝে ফাঁকা থাকবে আয়নার পুরুত্বের জন্য। আর নকল আয়নার সিলভার প্রলেপ থাকে আয়নার সামনে, যার জন্য আপনার আঙ্গুলের ছাপ আপনার আঙ্গুলের প্রতিবিম্বের সঙ্গে লেগে যাবে। কারণ মাঝে কোনো বাধা নেই।

বাংলাদেশ সময়: ২২:৫৯:১২   ৩৪২ বার পঠিত  




এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ