খালেদার দুই মামলার সাক্ষ্য সোমবার

Home Page » জাতীয় » খালেদার দুই মামলার সাক্ষ্য সোমবার
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০১৪



559c5e881ce50ffb7c63ba0462fbb8e0_m2.jpgবঙ্গনিউজ-ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলার সাক্ষ্য নেয়া হবে সোমবার।গত বুধবার বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক বাসুদেব রায়ের আদালত এই দিন ধার্য করেন। সাক্ষ্য গ্রহণের দিন মামলার সব আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

সাক্ষ্যগ্রহণ পেছাতে ও সাক্ষ্য গ্রহণের ধার্যজ দিনে খালেদা জিয়া উপস্থিত থাকতে পারবেন না বলে তার আইনজীবীরা গত বুধবার দুটি আবেদন জানান। শুনানি শেষে বিচারক খালেদার অনুপস্থিতির আবেদন মঞ্জুর করলেও সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন নাকচ করে দেন। পরে ২২ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ দেন আদালত।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার অন্য আসামিরা হলেন হারিছ চৌধুরীর সাবেক একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার অন্য আসামিরা হলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।

এদিকে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেয়ার প্রতিবাদে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল।

আদালতে খালেদা জিয়ার উপস্থিত হওয়ার বিষয়ে তার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার রোববার রাত সাড়ে নয়টার দিকে নতুন বার্তা ডটকমকে বলেন, “এখনো এ বিষয়ে বলতে পারছি না। ঘণ্টাখানেক পরে বলতে পারব।”

বাংলাদেশ সময়: ২২:১৩:৪৫   ৩২৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ