পোশাক শিল্পের জন্য ২ কোটি ডলার ঋণ দেবে অ্যালায়েন্স

Home Page » অর্থ ও বানিজ্য » পোশাক শিল্পের জন্য ২ কোটি ডলার ঋণ দেবে অ্যালায়েন্স
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০১৪



alliance.jpgবঙ্গনিউজ-কারখানার পরিবেশ উন্নয়নে বাংলাদেশের পোশাকশিল্প মালিকদের স্বল্প সুদে ঋণ দিতে দুই কোটি ডলারের তহবিল গঠন করেছে উত্তর আমেরিকার পোশাক আমদানিকারকদের জোট অ্যালায়েন্স।
বুধবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় কর্মপরিবেশ উন্নয়নে অ্যালায়েন্সের এক বছরের কাজের পর্যালোচনা অনুষ্ঠানে এ তথ্য জানান জোটটির সভাপতি অ্যালেন তোশে।বৃহস্পতিবার অ্যালায়েন্সের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অ্যালেন তোশে তার বক্তৃতায় বলেন, “একেবারে শুরুতে, অ্যালায়েন্স সদস্যরা শ্রমিক নিরাপত্তা তহবিলে পাঁচ কোটি ডলার দিয়েছে । এছাড়া কারখানা মালিকদের কারখানার মানোন্নয়নে স্বল্প সুদে ঋণের জন্য আগেই ১০ কোটি ডলারের তহবিল আমরা গঠন করেছি।

“সম্প্রতি আমরা স্বল্প সুদে পুঁজি পেতে কারখানা মালিকদের সহযোগিতার লক্ষ্যে আরো দু’কোটি ডলারের তহবিল অনুমোদন করেছি।”

যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণীতে প্রভাবশালী, অলাভজনক ও বেসরকারি প্রতিষ্ঠান বাইপার্টিজান সেন্টার (বিপিসি) এই পর্যালোচনার আয়োজন করে।

অনুষ্ঠানে বাইপার্টিজান পলিসি সেন্টারের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সিনেটর জর্জ মিচেল এবং সিনিয়র ফেলো ও সিনেটর অলিম্পিয়া স্নোয়ি বাংলাদেশের পোশাক কারখানায় শ্রম মান উন্নয়নে অ্যালায়েন্সের গত এক বছরের কাজের প্রশংসা করেন।

সম্প্রতি বাংলাদেশের পোশাক কারখানায় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে মার্কিন প্রতিষ্ঠান ন্যাশনাল ফায়ার প্রটেকশন অ্যাসোসিয়েশন (এনএফপিএ)-এর সঙ্গে এক সমঝোতা স্মারক সই করেছে অ্যালায়েন্স।

জোটের ওয়েবসাইটে অপর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির আওতায় বাংলাদেশের কারখানাগুলোতে নিরাপত্তার মানদণ্ড সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করে যাবে এনএফপিএ।

এ লক্ষ্যে কারখানা শ্রমিক এবং ব্যবস্থাপনা কর্মীদের নিরাপদ অগ্নি ও বিদ্যুৎ ব্যবস্থার ওপর প্রশিক্ষণ কর্মসূচি জোরদারের পাশাপাশি ঝুঁকি চিহ্নিত করা ও তা দূর করার ওপর প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার ব্যাপারেও সংস্থাটি কাজ করবে।

অগ্নি ও ভবন নিরাপত্তা নিয়ে কাজ করা এনএফপিএ একটি অলাভজনক প্রতিষ্ঠান, বিশ্বব্যাপী এ সংশ্লিষ্ট কাজে যাদের বিশেষ সুনাম রয়েছে।

চার বছর মেয়াদি এ সহযোগিতা সম্পর্কে অ্যালায়েন্স সভাপতি এলেন তোশে বলেন, “এনএফপিএ’র সঙ্গে এই সহযোগিতা অগ্নি ও ভবনের নিরাপত্তা বিধানের জন্য বিশ্বজুড়ে বর্তমানে প্রচলিত সেরা ব্যবস্থা ও মানদণ্ড। এটি অনুসরণের মাধ্যমে আমাদের সদস্যদের কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।”

বাংলাদেশ সময়: ২১:১৯:১৪   ৩৩৪ বার পঠিত  




অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ