মুন্সীগঞ্জে বসুন্ধরা পেপার মিলে অগ্নিকাণ্ড

Home Page » প্রথমপাতা » মুন্সীগঞ্জে বসুন্ধরা পেপার মিলে অগ্নিকাণ্ড
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০১৪



munshiganj.gifবঙ্গ-নিউজ-মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বসুন্ধরা পেপার মিলে অগ্নিকাণ্ড ঘটেছে।
গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন জানান, রোববার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আনারপুরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বসুন্ধরার ওই কারখানায় আগুন লাগে।খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। কিন্তু পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যেতে থাকলে ঢাকার ডেমরা থেকে যোগ দেয় আরও দুটি ইউনিট। পরে নারায়ণগঞ্জ বন্দর ফায়ার স্টেশন থেকেও একটি ইউনিট এসে কাজ শুরু করে।

প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মমতাজ উদ্দিন জানান।

বেলা সাড়ে ১১টার দিকে তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভেতরের আগুন পুরোপুরি নেভাতে আরো সময় লাগবে।”

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে জরুরি পরিস্থিতি মোকাবেলায় দাউদকান্দি থেকে একটি অ্যাম্বুলেন্স এনে তৈরি রাখা হয়েছে বলে গজারিয়ার ওসি জানান।

অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সর্ভিস কর্মীরা।

এদিকে আগুন লাগার পর মহাসড়কের পাশের এ কারখানার আশেপাশে শত শত মানুষ ভিড় জমায়। তবে নিরাপত্তার কারণে কাউকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি বলে জানান ওসি।

আনারপুরায় মেঘনার তীরে বসুন্ধরা পেপার মিলের তৃতীয় এই ইউনিট নির্মাণ করা হয় ১৯৯৯ সালে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের দেয়া তথ্যা অনুযায়ী মুন্সীগঞ্জের কারখানায় টিশ্যু পেপার, সিগারেট পেপারসহ বিভিন্ন ধরনের বিশেষায়িত কাগজের সামগ্রী উৎপাদন করা হয়।

বাংলাদেশ সময়: ১২:৪৭:২৪   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ