জামায়াতের দ্বিতীয় দফা হরতাল চলছে

Home Page » প্রথমপাতা » জামায়াতের দ্বিতীয় দফা হরতাল চলছে
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০১৪



71865_shibir-misil.gifবঙ্গ-নিউজ-জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর নিঃশর্ত মুক্তির দাবিতে আজ রোববার ভোর ৬টা থেকে দেশব্যাপী দ্বিতীয় দফা হরতাল পালন করছে দলটি। হরতাল চলবে সোমবার ভোর ৬টা পর্যন্ত। এর আগে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত প্রথম দফা ২৪ ঘণ্টা হরতাল পালন করে জামায়াত।

প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ বুধবার দেলাওয়ার হোসাইন সাঈদীকে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন।

এদিকে জামায়াতে ইসলামী আল্লামা সাঈদীকে নির্দোষ দাবি করে তার মুক্তি চেয়ে ওই দিনই এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বৃহস্পতি ও রোববার দুই দিনের হরতালসহ শুক্রবার দোয়া এবং শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।

প্রথম দফায় বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে জামায়াতের হরতাল পালিত হয়।

দ্বিতীয় দফা হরতালের সমর্থনে শনিবার বিকেল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল বের করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির।

শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান রোববারের হরতাল শান্তিপূর্ণভাবে সফল করতে দলীয় নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে হরতালে যে কোনো ধরনের নাশকতা এড়াতে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। র‌্যাব-পুলিশের পাশাপাশি বিজিবিও রাস্তায় টহল দিচ্ছে।

জামায়াতের হরতাল শেষ হওয়ার সাথে সাথেই সোমবার ভোর ৬টা থেকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল শুরু হবে।

বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে দিয়ে সংবিধানের ১৬তম সংশোধনী পাসের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হরতালের ঘোষণা দেন। এ সময় জোটের নেতারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ৯:২৭:৩৮   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ