এবার আমেরিকা ভাঙার গুঞ্জন!

Home Page » প্রথমপাতা » এবার আমেরিকা ভাঙার গুঞ্জন!
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০১৪



us-flag1.jpgবঙ্গ-নিউজ- স্বাধীনতার জন্য স্কটল্যান্ডের গণভোটের রেশ মিলাতে না মিলাতেই খবর প্রকাশিত হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্য ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে চায়। প্রতি চার আমেরিকানের একজন আর মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকাতলে থাকতে চায় না।বার্তা সংস্থা রয়টার্সের উল্লেখ করে ডেইলি মেইল জানিয়েছে, ২৩ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পরিচালিত জরিপে দেখা যাচ্ছে, ২৩.৯ শতাংশ আমেরিকান তাদের রাজ্যের আমেরিকা থেকে সরে দাঁড়ানোর পক্ষে। আর ৫৩.৩ শতাংশ এই বিচ্ছিন্নতাবাদী ধারণার বিপক্ষে। ৮,৯৫২ জনের ওপর এই জরিপ চালানো হয়েছিল।

বিচ্ছিন্নতার ব্যাপারে রিপাবলিকান সমর্থকেরা বেশি আগ্রহী। তাছাড়া পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতেও এর ঢেউ বেশি দেখা যাচ্ছে। অনেকে তাদের এই মনোভাবের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার দুর্বল নেতৃত্বকে দায়ী করেছেন।

যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে ২৯.৭ শতাংশ রিপাবলিকানের সমর্থনের বিপরীতে ডেমোকক্র্যাটদের সমর্থন দেখা গেছে ২১ শতাংশ।

টেক্সাসসহ দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে স্বাধীনতার পক্ষে ঢেউ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সেখানকার ৩৪.১ শতাংশ লোক যুক্তরাষ্ট্র থেকে সরে যেতে আগ্রহী। টেক্সাস এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে রাজ্যওয়ারি ভোটের পক্ষপাতী। টেক্সাসের এক নাগরিক বলেন, তিনি দৃঢ়ভাবে মনে করেন যে যুক্তরাষ্ট্রে না থেকেও তার রাজ্য অনেক ভালো করতে পারবে।

তাদের অনেকে স্কটল্যান্ডের গণভোট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

শুক্রবার প্রকাশিত স্কটল্যান্ড গণভোটের ফলাফলে দেখা যায়, প্রায় ৫৫ শতাংশ লোক যুক্তরাজ্যের সাথে থাকার পক্ষে ভোট দিয়েছে।

বাংলাদেশ সময়: ১২:২৭:৫৯   ৩৩৯ বার পঠিত  




প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ