অধিকার চাই-আল রিআন

Home Page » সাহিত্য » অধিকার চাই-আল রিআন
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০১৪



image37.jpg

হে মানবী, তুমি কাঁদছ কেন ওমনি করে?

কেহ তো আসবেনা তোমার অশ্রু মুছিয়ে দেবার তরে

আসতে চাইবেনা কেহ তোমার পানে

তোমার ক্লেশের ও ক্ষণে

কারো সাহায্য পাবার আশায়

থাকলে বসে

বিপদের সময় দেখবে

সে আর ফিরে নাহি আসে।

এতদিন যারা তোমায় করেছে আঘাত

আজ তুমি কর তাদের সে প্রতিঘাত

দুটি হাত

নাই কি তোমার, তাদের মত

তবে তুমি কেন হবে অন্যায়ের কাছে নত ?

এখনই সময় প্রতিবাদ করার

পাপিকে পাপের শাস্তি দেবার

পাথর শক্ত বলে

তাহাকে নিয়ে কেহ নাহি খেলে

পিপিলিকার মত হলে অনুকূল

সবাই পিশে মারতে হবে ব্যাকুল

অহির আননের বিষাক্ত গরের জন্য

কেহ কি আঘাত করে সামান্য ?

তুমি দূবর্ল চিত্রের ভেবে

ভয় পেয়ে এসো না ফিরে

তবে পাপিরা সেই সুযোগে

ধরবে তোমায় ঘিরে

করে তোমায় অপমান

অবশেষে মৃত্যু তোমায় করবে দান।

তুমিও আল্লার সৃষ্টি মানুষ

তবে কেন বিপদ দেখে হও বেঁহুশ ?

হে নারী তুমি গর্জে ওঠো

তুফানের বেগে ছুটো।

তুমিই হও প্রথম সংগ্রামী নারী

বাচাঁর জন্য শক্ত হাতে ধর তরবারী।

অধীকার আদায়ে যুদ্ধ কর বার বার

ছিনিয়ে নাও নিজের অধিকার।

বাংলাদেশ সময়: ২২:২০:০১   ৪২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ