শাহবাগে ত্রিমুখী সমাবেশ, ইমরানকে হুমকি

Home Page » জাতীয় » শাহবাগে ত্রিমুখী সমাবেশ, ইমরানকে হুমকি
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০১৪



04_gonojagoron-moncho5.jpgবঙ্গ-নিউজ-যুদ্ধাপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে একই সময়ে শাহবাগে সমাবেশ করছে গণজাগরণ মঞ্চের তিন পক্ষ।
শুক্রবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রায় ২০ গজের মধ্যে পাশাপাশি অবস্থান নিয়ে আলাদাভাবে এসব সমাবেশ চলছে।

এক পক্ষের সমাবেশ থেকে হুমকি দেয়া হয়েছে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও তার সঙ্গে আন্দোলনে থাকা জাগরণ মঞ্চের কর্মীদের।

জাদুঘরের প্রধান ফটকের বাঁ পাশে অবস্থান নিয়ে বিকাল ৪টার দিকে সমাবেশ শুরু করে কামাল পাশা চৌধুরীর নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের একাংশ। তাদের ব্যানারে লেখা ‘কুখ্যাত রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির দাবিতে বিক্ষোভ-সমাবেশ’।

এর আধা ঘণ্টা পর কয়েক গজ দূরে যাদুঘরের প্রধান ফটকের ডান পাশে অবস্থান নিয়ে সমাবেশ শুরু হয় ইমরান নেতৃত্বাধীন মঞ্চের একাংশের।

যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসা এই অংশের ব্যানারে লেখা রয়েছে, ‘রাজাকার সাঈদীর ফাঁসির রায় প্রত্যাখ্যান করবো; জামায়াত-শিবির নিষিদ্ধে সরকারের টালবাহানার প্রতিবাদে গণ-সমাবেশ’।

এর কিছুক্ষণের মধ্যে দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করে প্রথম দিকে গণজাগরণ মঞ্চে ক্রিয়াশীল কয়েকটি ছাত্র সংগঠন নিয়ে তৈরি হওয়া আলাদা মঞ্চ শাহবাগ আন্দোলনের, যাদের ব্যানারে লেখা ‘এ রায় মানি না, সাঈদীর ফাঁসি চাই’।

সমাবেশে বক্তব্যে ইমরানকে উদ্দেশ্য করে কামাল পাশা বলেন, “আপনাদের মঞ্চ থেকে অনেক বড় বড় বক্তব্য আসছে। এ ধরনের বক্তব্য আসলে মুখ সেলাই করে দেয়া হবে। আমরা হাত বাড়িতে রেখে আসিনি।

“আপনারা জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। অথচ ছাত্রলীগের বীর সেনারা তাদের প্রতিহত করে আসছে।”

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় হয় বুধবার, যাতে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়।

ওই রায় প্রত্যাখ্যান করে সাঈদীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বুধবার দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ইমরান নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। এ সময় পুলিশের ছোড়া গরম জল ও কাঁদুনে গ্যাসে ইমরানসহ বেশ কয়েকজন আহত হন।

একই সময় কামাল পাশা নেতৃত্বাধীন অংশ একই দাবিতে শাহবাগে বিক্ষোভ করলেও তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়নি।

পরদিন সাঈদীর ফাঁসির দাবিতে শাহবাগ এলাকায় বিক্ষোভ করে শাহবাগ আন্দোলন, যার নেতৃত্বে রয়েছেন সরকারের শরিক দল ওয়ার্কার্স পার্টি সমর্থিত ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু। তাদের মিছিলেও বাধা দেয়নি পুলিশ।

বাংলাদেশ সময়: ২০:২৫:৫৩   ৩৫২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ