বঙ্গ-নিউজঃবাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে দলটির ডাকা গতকালের হরতাল রাজধানীসহ সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে বিভিন্ন স্থানে জামায়াত-শিবির নেতাকর্মীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ হরতাল সমর্থকদের ওপর লাঠিচার্জ করে এবং তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ ও টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশ সারা দেশে জামায়াত-শিবিরের মিছিল-সমাবেশ থেকে শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। পুলিশের মারমুখো আচরণের মধ্যেও রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল পিকেটিং করেছেন হরতাল সমর্থকেরা। ঢাকা মহানগর পুলিশ মিরপুর থানা ছাত্রশিবিরের সভাপতিসহ তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
হরতালকে কেন্দ্র করে গতকাল রাজধানী ছিল প্রায় ফাঁকা। যানবাহন চলাচল ছিল কম। কিছু বাস চলতে দেখা গেলেও তাতে যাত্রী ছিল হাতেগোনা। প্রাইভেট যানবাহন দেখা যায়নি। রাজধানীর বেশির ভাগ মার্কেট-বিপণিবিতান, দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ব্যাংক-বীমা বন্ধ ছিল। সরকারি অফিস খোলা থাকলেও প্রধান ফটক বন্ধ দেখা গেছে। রাজধানী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। ট্রেন এবং লঞ্চে যাত্রী সংখ্যা ছিল কম।
হরতালের সমর্থনে গতকাল ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেটিং ও মিছিল করে জামায়াত ও ছাত্রশিবির। ফজরের আগেই বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পিকেটিং করার সময় পুলিশের সাথে হরতাল সমর্থকদের বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে।
পুরান ঢাকা : হরতাল চলাকালে ভোরে দয়াগঞ্জ মোড়ে মিছিল বের করেন জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশ হামলা চালালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। অপর দিকে সকালে হাজারীবাগ এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা। হরতাল চলাকালে পুরান ঢাকায় সূত্রাপুর, গেণ্ডারিয়া, ওয়ারি, ইসলামপুর, মিটফোর্ড, চকবাজার, বংশাল এলাকায় মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সায়েদাবাদ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। হরতালে লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক। তবে তাতে যাত্রী ছিল কম।
গাবতলী : সকালে হরতালের সমর্থনে রাজধানীর গাবতলী এলাকায় মিছিল করে জামায়াত ও ছাত্রশিবির। মিছিলটি মাজার রোড মোড় থেকে শুরু করে গাবতলী বাস টার্মিনালের বিপরীত দিক দিয়ে সামনে গিয়ে শেষ হয়। হরতাল চলাকালীন গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। হানিফ পরিবহনের কাউন্টার থেকে নজরুল ইসলাম লালন জানান, আজ (শুক্রবার) ভোর থেকে বাস ছাড়তে শুরু করবে। শনিবার রাতে কিছু বাস কম দূরত্বের জেলার উদ্দেশে ছেড়ে যাবে। তবে রোববার হরতাল থাকলে সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। একই কথা জানানো হয় ঈগল, সোহাগ, গ্রিন লাইনসহ অন্য কোম্পানির বাসের কাউন্টারগুলো থেকে।
মিরপুর : সকালে মিরপুর শিয়ালবাড়ি এলাকায় মিছিল বের করে হরতাল সমর্থকেরা। তারা মিছিল নিয়ে প্রধান সড়ক দিয়ে সামনে এগোতে থাকলে পুলিশের লাঠিচার্জে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে মো: সাজ্জাদ নামে এক শিবিরকর্মীকে আটক করে মিরপুর থানা পুলিশ। সকালে শ্যামলী রিং রোডে ও দক্ষিণখান এলাকায় মিছিল করে হরতাল সমর্থকেরা।
বাড্ডা : সকালে রাজধানীর বাড্ডা এলাকায় মিছিল করে জামায়াত-শিবির। শাহজাদপুর থেকে শুরু হয়ে মিছিলটি লিংক রোডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন।
শাহাজাদপুর : হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শাহাজাদপুর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লিংক রোডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন, ভাটারা থানা সেক্রেটারি আব্দুল কাইয়ুম, ছাত্রশিবির মহানগরী উত্তরের সভাপতি সুমন রেজা প্রমুখ।
উত্তরা : রায়ের প্রতিবাদে ও হরতালের সমর্থনে উত্তরা পশ্চিম থানা জামায়াতের বিশাল মিছিল বাংলাদেশ মেডিক্যাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উত্তরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন থানা আমির আবু উমর, থানা সেক্রেটারি আবদুল্লাহ রেজা প্রমুখ।
রমনা : হরতালের সমর্থনে মালিবাগ রেলগেটে থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমানের নেতৃত্বে সকালে মিছিলে উপস্থিত ছিলেন রমনা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী মোল্লা, জামায়াত নেতা মাহবুবুর রহমান, শিবিরের রমনা থানা সভাপতি সাইয়েদ মুহাম্মদ জুবায়ের প্রমুখ। এ ছাড়া ধানমন্ডি, মুগদা, বাসাবো, রামপুরা, কাফরুল, পল্লবী, দারুস সালাম, খিলখেত এলাকায় মিছিল ও পিকেটিং করেছে জামায়াত ও ছাত্রশিবির।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় : হরতালের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির পৃথক বিক্ষোভ মিছিল করেছে। সকাল ৮টায় বাংলাবাজার এলাকায় মিছিল বের করে জবি ছাত্রশিবির। বাংলাবাজার ও তাঁতীবাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে জবি ছাত্রশিবির। বেলা ১টায় পুরান ঢাকার ধোলাইখাল মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে রায়সাহেববাজার মোড়ে গিয়ে শেষ হয়। হরতালের কারণে পুরাণ ঢাকার লক্ষ্মীবাজার, রায়সাহেবের বাজার, বাংলাবাজার, তাঁতীবাজার, ধোলাইখাল, ইংলিশ রোড, টিপু সুলতান, নবাবপুর রোডসহ বিভিন্ন এলাকার বেশির ভাগ দোকানপাট বন্ধ ছিল। পুরান ঢাকায় তেমন যানবাহন দেখা যায়নি।
জামায়াতে ইসলামী জানিয়েছে হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছয়জন গ্রেফতার হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। মহানগর পুলিশের মিডিয়া সেলের ডিসি মাসুদুর রহমান বলেছেন, হরতাল চলাকালে নাশকতার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গাজীপুর সংবাদদাতা জানান, সকালে গাজীপুর শহর শাখা জামায়াতের উদ্যোগে জয়দেবপুর বাজারের রেলগেট এলাকায় বিক্ষোভ মিছিলকালে পিকেটিং এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। জয়দেবপুর চৌরাস্তা সড়কের রওশন সড়ক এলাকায় সদর উপজেলা জামায়াত বিক্ষোভ ও পিকেটিং করে। এ দিকে কাপাসিয়ায় বুধবার বিকেলে জামায়াতের মিছিলে পুলিশের হামলার ঘটনায় জামায়াতের জেলা সেক্রেটারি ছানাউল্লাহ ও উপজেলা আমির সেফাউল হকসহ ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে।
সিলেট ব্যুরো জানায়, হরতাল চলাকালে সিলেট শহরতলীর টুকেরবাজারে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিজিবি-পুলিশের সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে তিন প্লাটুন বিজিবি ও পাঁচ প্লাটুন পুলিশ নিয়ে জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন পাশের বালাউড়া গ্রাম তল্লাশি করে দুই স্কুলছাত্রসহ পাঁচজনকে আটক করেন। পরে পুলিশ দুই পথচারীকে আটক করে।
রাজশাহী ব্যুরো জানায়, হরতাল চলাকালে গতকাল রাজশাহী নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় পুলিশের সাথে ছাত্রশিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ সময় শিবিরকর্মীদের ল্য করে পুলিশ রাবার বুলেট ছুড়লে পাঁচ শিবিরকর্মী আহত হন
নারায়ণগঞ্জ থেকে সংবাদদাতা জানান, হরতাল চলাকালে গতকাল সকালে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক অবরোধ করলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশ এক ছাত্রকে আটক করেছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের এক শিবিরকর্মীকে আটক করার কথা স্বীকার করেন।
বগুড়া অফিস জানায়, হরতালে বগুড়া অচল ছিল। বগুড়া জেলার ওপর দিয়ে উত্তরের ১১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ ছিল। বগুড়া থেকেও কোনো যান চলাচল করেনি। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। হরতালের সমর্থনে জামায়াত-শিবির সকাল থেকে এলাকাভিত্তিক অবস্থান নেয়।
যশোর অফিস জানায়, যশোরে শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। হরতালের কারণে যশোর থেকে কোনো যান ছেড়ে যায়নি এবং বাইরে থেকে আসেনি। দোকানপাট বন্ধ ছিল। পুলিশ জানায়, বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারের বারেরা এলাকায় বৃহস্পতিবার ভোরে তুলাবাহী ট্রাকে অগ্নিসংযোগ করে পিকেটারেরা এবং সকালে ছোট শালঘর এলাকায় পুলিশের সাথে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। পুলিশ মীর হোসেন (১৮) নামে এক পিকেটারকে আটক করেছে।
লক্ষ্মীপুর সংবাদদাতা জানান, লক্ষ্মীপুরে হরতালের সমর্থনে জামায়াতের ঝটিকা মিছিলে ধাওয়া করে শহর জামায়াতের আমির ফারুক হোসাইন নূর নবীসহ আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান জানান, জামায়াত-শিবিরের আটজনকে গ্রেফতার করা হয়েছে।
ফেনী অফিস জানায়, ফেনীতে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। ভোর থেকে জামায়াত ও শিবির খণ্ড খণ্ড মিছিল বের করে। সকাল ৮টায় শহরের এসএসকে সড়কের এফ রহমান এসি মার্কেটের সামনে থেকে অলিউল্যাহ নামে এক জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সোনাগাজী থেকে নূর ইসলাম, মোশাররফ ও মিজানুর রহমান নামে আরো তিনজনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে স্বতঃস্ফূর্ত পালিত হয়েছে। হরতালে নগরীর সড়কগুলো ছিল অনেকটা গণপরিবহনশূন্য। নগরীর কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি। নগরী থেকে দূরপাল্লার এবং আন্তঃজেলা বাস ও ট্রাক ছেড়ে যায়নি। চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি হয়নি। এ দিকে হরতাল চলাকালে প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষগুলোকে নজিরবিহীন পুলিশি হয়রানির শিকার হতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নগরীর মোড়ে মোড়ে তল্লাশির নামে পুলিশ কর্তৃক হয়রানি করা হয় বলে অনেকেই নয়া দিগন্তের কাছে অভিযোগ করেন। পুলিশি তল্লাশির মুখে পড়ে এক বিদেশী নাগরিক সাংবাদিকদের সামনে ুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
খুলনা ব্যুরো জানায়, জেলায় শান্তিপূর্ণ হরতাল পালিত হয়। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। খুলনা থেকে দূরপাল্লার যানবাহন ছাড়েনি। নগরীর কেন্দ্রীয় এলাকার দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। নগরীর বিভিন্ন জায়গায় মিছিল করেন জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
সাতীরা সংবাদদাতা জানান, সাতীরায় শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। হরতালের সমর্থনে জেলার কোথাও পিকেটিং অথবা মিছিল-সমাবেশের খবর পাওয়া যায়নি। হরতালে সাতীরা থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি।
বরিশাল ব্যুরো জানায়, বরিশালে বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে দিয়ে হরতাল পালিত হচ্ছে। হরতালের সমর্থনে নগরীতে মিছিল সমাবেশ করেছে নগর জামায়াত ও ছাত্রশিবির। পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করে।
কুমিল্লা সংবাদদাতা জানান, বেলা পৌনে ১টায় কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর বাকলাপাড়া এলাকায় হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাফিসহ তিন পুলিশ সদস্য ও হরতাল সমর্থক ১০ জন আহত হয়েছেন। কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিােভ মিছিল হয়েছে।
ঝালকাঠি সংবাদদাতা জানান, জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে নাশকতা সৃষ্টি চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত ৯ জনকে গতকাল জেলহাজতে না পাঠিয়ে থানার ওসিকে মুচলেকা রেখে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।
পাবনা সংবাদদাতা জানান, হরতালের প্রথম দিনে ঢাকা-পাবনা মহাসড়ক মিছিল ও শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করেছেন জামায়াত-শিবির কর্মীরা। পিকেটিংয়ের সময় নেতাকর্মীদের সাথে কোথাও কোথাও পুলিশের ধাওয়া হয়েছে। বিভিন্ন উপজেলায় পিকেটিং হয়েছে। গতকাল দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল।
ঠাকুরগাঁও সংবাদদাতা জানান, হরতাল ঠাকুরগাঁওয়ে শিবিরের চার কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শহরের বিভিন্ন স্থান ও তেলীপাড়া জুমান নামে শিবিরের একটি ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়।
নীলফামারী সংবাদদাতা জানান, জেলায় শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। এ দিকে বুধবার রাতে ডোমার উপজেলায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে বাড়ি ফেরার পথে ছাত্রশিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
নোয়াখালী সংবাদদাতা জানান, হরতালের সমর্থনে সকালে মাইজদী রশিদ কলোনিতে জামায়াত-শিবির ও নতুন বাসস্ট্যান্ডে শিবির কর্মীরা মিছিল-পিকেটিং করে। এ সময় পুলিশ এসে তাদের ধাওয়া করে দুই রাউন্ড শটগানের গুলি করে। পুলিশ জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেেেছ।
বাংলাদেশ সময়: ৮:২৮:২৬ ৪২৯ বার পঠিত