‘সরকার ইলেকশনে ক্ষমতায় আসেনি এটা বলতে চাইনি’

Home Page » জাতীয় » ‘সরকার ইলেকশনে ক্ষমতায় আসেনি এটা বলতে চাইনি’
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০১৪



89596_1.jpgবঙ্গ-নিউজঃঢাকা: গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, ‘বর্তমান সরকার যে ইলেকশন করে ক্ষমতায় আসেনি, এটা আমরা বলতে চাইনি।’
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার মঞ্চের মিছিলে বাধা দিলে তিনি এমন মন্তব্য করেন।
ইমরান বলেন, ‘যুদ্ধাপরাধী সাঈদীকে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড দেয়ার প্রতিবাদে বুধবারের মতো আজও আমরা শাহবাগের গণজাগরণ চত্বরে সমাবেশ করি। সমাবেশ শেষে একটি মিছিল শাহবাগ ঘুরে মূল চত্বরের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।’
তিনি বলেন, একপর্যায়ে পুলিশ জলকামান নিয়ে মঞ্চের কর্মীদের ঘিরে ফেলে ধাক্কাধাক্কি শুরু করে। মিছিল-সমাবেশ গণতান্ত্রিক অধিকার। কিন্তু এখন তো আমাদের গণতান্ত্রিক অধিকারও পালন করতে দিলো না।’
ক্ষুব্ধ সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন, ‘এ সরকার ইলেকশন করে ক্ষমতায় আসেনি, এটা আমরা বলতে চাইনি। ফ্যাসিবাদী সরকার যে আচরণ করে এ সরকার এখন সেই আচরণ করছে।’
জামায়াতের সঙ্গে ‘আঁতাতের’ মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়। বরং বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে রাজনীতি শুরু হয়েছিল, তারা সে রাজনীতিই করছে।’
ইমরান বলেন, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতাও ‘মহান’ সংসদ নিয়েছেন। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী বলেছেন, তিনি বাদে সবাইকে টাকা দিয়ে কেনা যায়। তার মানে অপেক্ষা করছি, যাদের টাকা দিয়ে কেনা যায়, তারাই ভবিষ্যৎ বিচারকদের নিয়োগ দেবেন।
সাঈদীর রায়ের প্রতিবাদ জানিয়ে মঞ্চের সমাবেশে যুব ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান বলেন, ‘আমরা ধিক্কার জানাই এই সংসদে এমন কেউ নেই যে বাংলাদেশের মানুষের কণ্ঠের প্রতিধ্বনি করতে পারে।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্স বলেন, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেয়ার মাধ্যমে তাদের ন্যূনতম যে স্বাধীনতা ছিল, তা-ও হরণ করা হয়েছে। গণমাধ্যমের কণ্ঠরোধ করতে সম্প্রচার নীতিমালা করা হয়েছে।
এছাড়া সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জি এম জিলানি, ব্লগার আরিফ জেবতিক, উদীচীর সহ-সাধারণ সম্পাদক জমশেদ আনোয়ার প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ সঞ্চালনা করেন ব্লগার মারুফ রসূল।

বাংলাদেশ সময়: ১:২০:২০   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ