সাঈদীর রায়ের রিভিউ চায় যুবলীগ

Home Page » জাতীয় » সাঈদীর রায়ের রিভিউ চায় যুবলীগ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৪



omer_faruk_ch_bg_535508159.jpgবঙ্গ-নিউজ ডট কম: ঢাকা: আপিল বিভাগের দেওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের রিভিউ করার দাবি জানিয়েছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিক্ষোভ-মিছিলের আগে এক সমাবেশে তিনি এ দাবি জানান।

‘দেলাওয়ার হোসাইন সাঈদীসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসি’র দাবিতে এ বিক্ষোভের আয়োজন করে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

এ সময় এমপি-মন্ত্রীদের দুর্নীতির সমালোচনা করে যুবলীগ চেয়ারম্যান বলেন, যুবলীগ কোনো অন্যায় করে না এবং কোনো অন্যায়কারীকে প্রশ্রয়ও দেয় না। আজকে যারা কোটি কোটি টাকা কামাচ্ছেন, তাদের খবর আছে। যুবলীগ এমপি-মন্ত্রী মানে না। এমপি-মন্ত্রিত্ব চায়ও না। যুবলীগ শেখ হাসিনার সঙ্গে আছে। শেখ হাসিনার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে।

আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের মাধ্যমেই যুদ্ধাপরাধী সাঈদীর ফাঁসি দাবি করেন মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

এ সময় তিনি বলেন, বিচার প্রক্রিয়ার ধারাবাহিকতায় সাঈদীর বিচার হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি কাম্য ছিল আমাদের। তকে তা হয়নি। রাষ্ট্রপক্ষকে এ রায়ের রিভিউ করতে হবে।

তিনি আরও বলেন, জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধপরাধী মামলার রায়ে আমরা (যুবলীগ) ও জনগণ সন্তুষ্ট নয়। তার এ রায়ের রিভিউ চাই আমরা।

বিএনপি-জামাত ষড়যন্ত্রের মাধ্যমে বিশৃঙ্খলা করে ক্ষমতায় আসতে চায়। তাদের সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে যুবলীগ নেতা-কর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি।

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি মাঈন উদ্দিন রানার সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, অধ্যাপক আমজাদ হোসেন, শাহজাহন ভূইয়া মাখন, মো. আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মাহমুদ জাহিদ, আমির হোসেন গাজী, মুহাম্মদ বদিউল আলম, ফজলুল হক আতিক, আসাদুল হক আসাদ, দফতর সম্পাদক কাজী আনিছুর রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুল ইসলাম মিজু, মো. আনোয়ার হোসেন, উপ-সম্পাদক শেখ বোরহান উদ্দিন বাবু, শ্যামল কুমার রায়, মো. রফিকুল ইসলাম চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সহ-সভাপতি আহম্মদ উল্লাহ মধু, সোহরাব হোসেন স্বপন, সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হাসান টুটুল, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, গাজী সারোয়ার হোসেন বাবু, জামাল হোসেন, মাকসুদুর রহমান, কাজী ইব্রাহীম খলিল মারুফ, প্রচার সম্পাদক আরমান হক বাবু, দফতর সম্পাদক এমদাদুল হক এমদাদ প্রমুখ।
সভা পরিচালনা করেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:২৩   ৩৬৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ