স্বাধীনতার প্রশ্নে স্কটল্যান্ডে আজ গণভোট

Home Page » বিশ্ব » স্বাধীনতার প্রশ্নে স্কটল্যান্ডে আজ গণভোট
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৪



dwyyup44.jpgবঙ্গ-নিউজ ডট কম: আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এরপরই শুরু হতে যাচ্ছে স্কটল্যান্ডে শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক গণভোট। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুরন ১২টা থেকে শুরু হতে যাচ্ছে ওই ভোট। এর মাধ্যমে নির্ধারিত হবে স্কটিশরা যুক্তরাজ্যের সঙ্গে থাকবে না পৃথক জাতি হিসেবে পৃথিবীর বুকে আবির্ভুত হবে।

স্কটিশরা স্বাধীন হতে চায় কিনা তা স্থির হবে ‘হ্যা’ এবং ‘না’ ভেটের মাধ্যমে। এই নির্বাচনে সব মিলিয়ে ভোটার সংখ্যা হচ্ছে ৪২ লাখ ৪৫ হাজার ৩২৩ জন। তারা দেশের দুই হাজারের বেশি ভোট কেন্দ্রে নিজেদের ভোট প্রদান করবে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাতটা(বাংলাদেশ সময় বেলা ১২টা) থেকে ভোট শুরু হবে বলে বিবিসি জানিয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার সকালে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

স্কটল্যান্ডের ৩২ অঞ্চলের কর্তৃপক্ষ ভোট গণনার দায়িত্ব পালন করবে।

নির্বাচনের আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ প্রধান তিন দলের নেতা স্বাধীন না হওয়ার জন্য স্কটদের প্রতি অনুরোধ জানিয়েছেন। তারা স্কটল্যান্ডকে স্বায়ত্ত্বশান দেয়াসহ বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপরও স্কটল্যান্ডে ‘হ্যাঁ’ এরপক্ষেই বেশি প্রচারণা চোখে পড়েছে।এডিনবারা প্রধানত লেবার পার্টির আস্তানা, তারপরও ‘বেটার টুগেদার’ অর্থাৎ ব্রিটেনের সাথে থাকার পক্ষের লোকজন চোখে পড়েনি বললেই চলে।

অথচ মাত্র একটি জনমত জরি পছাড়া, এখন পর্যন্ত সবকটি জনমত জরিপে ‘না’ এগিয়ে। বুধবার সকালেএখানকার শীর্ষ দৈনিক ‘দ্যস্কটসম্যানে’ যে জনমত জরিপ বেরিয়েছে তাতেও দেখা যাচ্ছে ‘হ্যাঁ’-র পক্ষে ৪৮শতাংশ, ‘ না’ পেয়েছে ৫২ শতাংশ ভোট ।

বাংলাদেশ সময়: ৮:৪৫:৫২   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ