সংসদে আসামিদের পরিচয় জানালেন মন্ত্রী

Home Page » জাতীয় » সংসদে আসামিদের পরিচয় জানালেন মন্ত্রী
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪



index2.jpgনিউজ ডেস্ক, বঙ্গ-নিউজ ডট কম: ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মোট ৫২ জন আসামির নাম ও পরিচয় সংসদে প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বেগম ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এই তালিকা প্রকাশ করেন। এই তালিকায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ মোট ১৯ জন আসামিকে পলাতক দেখানো হয়েছে।

মন্ত্রী বলেন, ‘২০০৪ সালের ২১শে আগস্ট যে ভয়াবহ গ্রেনেড হামলা হয় তার পরিপ্রেক্ষিতে যে মামলা দায়ের করা হয়েছে তা বর্তমানে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। ওই মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৪৯১ জন। মোট আসামির সংখ্যা হত্যা মামলায় ৫২ জন এবং বিস্কোরক দ্রব্য আইনের মামলায় ৪১ জন।’

এই তালিকায় মোট ১৯ জন আসামিকে পলাতক দেখানো হয়েছে। এর মধ্যে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানসহ বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, মাওলানা মো. তাজউদ্দিন, হানিফ পরিবহনের মালিক মো. হানিফ, সাবেক ডিজিএফআই’র কর্মকর্তা লে. কর্ণেল (অব.) সাইফুল ইসলাম জোয়ার্দ্দার ও মেজর জেনারেল এ. টি. এম আমিনসহ প্রমুখের নাম নাম রয়েছে।

এছাড়া জামিনপ্রাপ্ত আসামির তালিকায় রয়েছে খালেদা জিয়ার বোনের ছেলে ও তার এ পি এস লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, পুলিশের সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, খোদা বক্স চৌধুরী, ও শহুদুল হকসহ মোট ৮ জনের নাম।

হাজতী ২৫ জন আসামির নামের তালিকায় রয়েছেন- মুফতি হান্নান মুন্সী, সাবেক উপমন্ত্রী মো. আবদুস সালাম পিন্টু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর, সাবেক মন্ত্রী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ উল্লেখযোগ্য।

আরেকটি প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে প্রেরিত টাকা আত্মসাতের দায়ে ছয় জনকে অভিযুক্ত করে মামলা করা হয়। ২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) রমনা থানায় এ বিষয়ে একটি মামলা করে। যার মামলা নম্বর-৮। বর্তমানে মামলাটি বিশেষ জজ-৩ আদালতে সাক্ষ্য গ্রহণের জন্য ১৭ সেপ্টেম্বর বুধবার নির্ধারণ করা আছে।’

সংসদে মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আসামিরা হলেন- বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মমিনুর রহমান, কাজী সলিমুল হক ওরফে ইকোনো কামাল, শরফুদ্দিন আহম্মেদ এবং ড. কামাল উদ্দিন সিদ্দিকী।

মো. আয়েন উদ্দিনের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ‘সংবিধানের ১০০ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান  বিচারপতি রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে রাজধানী ব্যতিত দেশের যেকোনো স্থানে হাইকোর্ট বিভাগের সার্কিট বেঞ্চ স্থাপন করতে পারেন। এ বিষয়ে নিয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব একমাত্র বিচার বিভাগের উপর।’

বাংলাদেশ সময়: ২৩:৫৯:১০   ৪৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ