মহারাষ্ট্রে আসন ভাগ নিয়ে শিবসেনা-বিজেপি দ্বন্দ্ব চরমে, ক্ষোভ উদ্ধবের

Home Page » বিশ্ব » মহারাষ্ট্রে আসন ভাগ নিয়ে শিবসেনা-বিজেপি দ্বন্দ্ব চরমে, ক্ষোভ উদ্ধবের
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪



f63f64f1c88bce9959280eaf0228e3eb_xl.jpgবঙ্গ-নিউজঃ:ভারতের মহারাষ্ট্রে আসন ভাগাভাগি নিয়ে শিবসেনা এবং বিজেপির মধ্যে মতবিরোধ চরমে উঠেছে। এখানে মোট ২৮৮টি আসনের মধ্যে বিজেপি ১৩৫টি আসনের দাবি জানিয়েছে। আর এতেই চটেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তিনি স্পষ্ট ভাষায় জোট সঙ্গী বিজেপির জন্য কোনোমতেই এই আসন ছাড়া সম্ভব নয়। এরইমধ্যে মহারাষ্ট্রে দীর্ঘদিনের এই জোট টিকে থাকবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে অবশ্য বলছেন, ‘জোট বজায় রাখার আপ্রাণ চেষ্টা করছি আমি। এটা হিন্দুত্বের জন্য লড়াই, এমন কোনো পদক্ষেপ করতে চাই না যাতে এই জোট ভেঙে যায়।’

তিনি বলেন, ‘ওরা ১৩৫টি আসনে লড়তে চেয়ে প্রস্তাব দিয়েছিল, আমি তা খারিজ করে দিয়েছি। সব কিছুরই একটা বিকল্প থাকে। আমি বিজেপিকে সাফ জানিয়েছি, একটা সীমার পর আমার পক্ষে আর যাওয়া সম্ভব নয়।’

উল্লেখ্য, ১৯৮৫ সালে শিবসেনা-বিজেপি জোটের সূচনা হয়। এ ব্যাপারে প্রধান ভূমিকায় ছিলেন প্রয়াত বালাসাহেব ঠাকরে এবং প্রমোদ মহাজন। মহারাষ্ট্রে শিবসেনার শক্তিই বেশি। কিন্তু গত লোকসভা ভোটে বিজেপি এখানে মোদি হাওয়ায় ভর করে ভালো ফল করে। এতেই বাড়তি মনোবল তৈরি হয়েছে তাদের। আগামী কালই ফের মহারাষ্ট্র সফরে যাচ্ছেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ।

এদিকে, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হতে ইচ্ছা প্রকাশ করায় ও বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রথম থেকেই বিজেপির দাবি মুখ্যমন্ত্রী তাদের দল থেকে হবে। উদ্ধব অবশ্য তা মানতে রাজি নন।

শিবসেনা এবং বিজেপির মধ্যে মতবিরোধ তুঙ্গে ওঠায় আসরে নেমে পড়েছে কংগ্রেস। রাজ্যের কংগ্রেস মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বন টিপ্পনী কেটে বলেছেন, মুখ্যমন্ত্রী হওয়ার মত অভিজ্ঞতা নেই উদ্ধবের। এতেই তেলে বেগুনে জ্বলে উটেছেন উদ্ধব। তিনি পাল্টা তোপ দেগে বলেছেন, ‘তাঁর মানসিক অবস্থা আই সি ইউ-তে ভর্তি রোগীর মতো। উনি তো এই পদ পেয়েছেন সোনিয়া গান্ধীর দয়ায়।’

মহারাষ্ট্রে আগামী ১৫ অক্টোবর নির্বাচন হবে। সেখানে মোট ভোটার রয়েছেন ৮.২ কোটি। ভোট গণনা হবে ১৯ অক্টোবর। #

বাংলাদেশ সময়: ১৭:৩১:১৭   ৩৪৯ বার পঠিত  




বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ