‘খালেদা ছেলেদের স্বার্থে, হাসিনা ক্ষমতায় যেতে সমঝোতা করেন’

Home Page » জাতীয় » ‘খালেদা ছেলেদের স্বার্থে, হাসিনা ক্ষমতায় যেতে সমঝোতা করেন’
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪



maudud.jpgঙ্গ-নিউজঃবিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ দাবি করেছেন, এক এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সমঝোতা করেছিলেন খালেদা জিয়া ও শেখ হাসিনা। দুই ছেলের নিরাপত্তার স্বার্থে সমঝোতা করেছিলেন বিএনপি চেয়ারপারসন। আর সমঝোতার মাধ্যমে ২০০৮ এর নির্বাচনে ক্ষমতায় আসেন শেখ হাসিনা।বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্টকে দেয়া এক সাক্ষাৎকারে মওদুদ এ দাবি করেন। তিনি তার বইয়ে এ বিষয়ে লিখেছেন বলেও জানান।

মওদুদ বলেন, “তারেক রহমানের শারীরিক অবস্থা তখন খুবই খারাপ ছিল। কোকোর অবস্থাও ছিল খুবই খারাপ, তিনি দাঁড়াতেই পারছিলেন না, খুবই অসহায় অবস্থা। একজন মা হিসেবে ছেলেদের অবস্থা বিবেচনা ও চিকিৎসার জন্য উদ্বিগ্ন ছিলেন খালেদা জিয়া।”

মওদুদ দাবি করেন, “ছেলেদের স্বার্থে তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে খালেদা জিয়ার একটি সমঝোতা হয়েছিল। তবে সেটা কী ছিল তা আমরা জানি না, তিনি কাউকে বলেননি।”

অন্যদিকে মওদুদ দাবি করেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে ২০০৮ সালে ক্ষমতায় এসেছিলেন।

মওদুদ বলেন, “অনেকগুলো বিষয় দেখে আঁচ করা গেছে তিনি সমঝোতা করেছেন। প্রধান উপদেষ্টা ফোন করে তাকে ধন্যবাদ জানানো, চার উপদেষ্টা বাসায় গিয়ে মিটিং করা এবং আমেরিকায় যাওয়ার পর সেখানকার রাষ্ট্রদূত বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানানোই সমঝোতার বিষয়টি পরিষ্কার হয়ে যায়।”

প্রসঙ্গত, গত শনিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে ব্যারিস্টার মওদুদ আহমদের লেখা ‘বাংলাদেশ: ইমার্জেন্সি অ্যান্ড দ্য আফটারমাথ: ২০০৭-২০০৮’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়। প্রকাশিত বইয়ে জঙ্গিবাদের সঙ্গে বিএনপির সম্পর্ক, ছেলেদের প্রতি খালেদার প্রীতি এবং চারদলীয় জোট সরকারের দুর্নীতির প্রসঙ্গ আসায় এ নিয়ে দলের মধ্যে সমালোচনা শুরু হয়। সোমবার সকালে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি ব্যারিস্টার মওদুদ আহমদকে দলছুট ও সুবিধাবাদী রাজনীতিক বলে আখ্যা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে দুপুরে মওদুদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:৫৮   ৩৫৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ