আইএসের যোদ্ধাদের ওপর প্রথম মার্কিন বিমান হামলা

Home Page » বিশ্ব » আইএসের যোদ্ধাদের ওপর প্রথম মার্কিন বিমান হামলা
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০১৪



markin.jpg বঙ্গ-নিউজ ডেস্কঃ ইরাকে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের ওপর প্রথম বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, রবি ও সোমবার মাউন্ট সিনজার ও বাগদাদের দক্ষিণ পশ্চিমে এই বিমান হামলা চালানো হয়। হামলায় আইএসের ৬টি যানবাহন ধ্বংস হয়েছে।

প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে কংগ্রেসের কাছে পরিকল্পনা পেশের পর এই প্রথম হামলা চালানো হলো।

আইএস যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক পদক্ষপ নিতে যুক্তরাষ্ট্র একটি আন্তর্জাতিক কোয়ালিশন গঠন করেছে। ৩০টি দেশ ইতোমেধ্যে কোয়ালিশনে যোগ দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।

কোয়ালিশন নিয়ে আলোচনার জন্য সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে যুক্তরাষ্ট্র এক সম্মেলন আহ্বান করে। কিন্তু ওই সম্মেলনে ইরানকে আমন্ত্রণ না জানানোর কারণে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে ইরাক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত দুঃখজনক।’

সিরিয়ায় গড়ে ওঠা উগ্রপন্থি আইএস সাম্প্রতিক মাসগেুলোতে ইরাকের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের একটি বড় অংশ দখল করে নিয়েছে।

মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, কোয়ালিশনের প্রথম পদক্ষেপ হিসেবে বাগদাদের দক্ষিণ-পশ্চিমে আইএসের ওপর হামলা চালানো হয়েছে। সেনা সহায়তায় চালানো ওই বিমান হামলায় আইএসের ৬টি যানবাহন ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৩:৪০   ৪৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ