খানবাহাদুর আহছানউল্লা স্বর্ণপদক পেলেন ফরাসউদ্দিন

Home Page » অর্থ ও বানিজ্য » খানবাহাদুর আহছানউল্লা স্বর্ণপদক পেলেন ফরাসউদ্দিন
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৪



khan.jpgবঙ্গ-নিউজঃশিক্ষা ও সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে খানবাহাদুর আহছানউল্লা স্বর্ণপদক পেলেন সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। শনিবার রাজধানীর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই সম্মাননা স্মারক হস্তানন্তর করেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।পুরস্কার হিসেবে একটি ক্রেস্টসহ এক লাখ টাকার চেক, সার্টিফিকেট ও খানবাহাদুর আহ্ছানউল্লার বই-পুস্তক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের হাতে তুলে দেন তিনি।

ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মোহাম্মদ আব্দুল মজিদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় স্বর্ণপদকপ্রাপ্ত ব্যক্তিত্বের সংক্ষিপ্ত পরিচিতি ও সম্মাননা পাঠ করেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. কাজী শরিফুল আলম। প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগের ফোকলোর বিভাগের গবেষক অধ্যাপক ড. সাইফুদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন মিশনের নির্বাহী পরিচালক ড. এম এহ্ছানুর রহমান।

ঢাকা আহ্ছানিয়া মিশন উপমহাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, সুফী সাধক, তৎকালীন জনশিক্ষা বিভাগের সহকারী পরিচালক ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা’র নামে ১৯৮৬ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে। জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পর্যন্ত ২২ জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে এই স্বর্ণপদক দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৫৫   ৩৩৮ বার পঠিত  




অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ