বঙ্গ-নিউজ-তথ্যপ্রযুক্তির ব্যবহার মানুষের জীবনকে অনেক সহজ ও উপভোগ্য করে তুলেছে। আধুনিক প্রযুক্তির কল্যাণে হাত বাড়ালেই পাওয়া যায় সবকিছু। সময়ের সঙ্গে তাল মিলাতে পিছিয়ে নেই আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলোও। গ্রাহকদের জন্য লাগসই আধুনিক সেবা ও সুবিধা দিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চালু করেছে প্রযুক্তি নির্ভর বেশ কিছু বিকল্প সেবা প্রোডাক্ট। এসব সেবা ও প্রোডাক্টের মাধ্যমে গ্রাহকরা ২৪ ঘণ্টা সহজেই হাতের নাগালে পাচ্ছে প্রয়োজনীয় ব্যাংক সেবা। জীবনকে আরো সহজ ও গতিশীল করতে এসব সেবা প্রেডাক্টগুলোর গ্রাহকপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।পণ্য কেনাকাটায় ঝক্কি-ঝামেলা এড়াতে অনেকেই ভিড় জমান সুপারশপে। এখানে একসাথে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় তাই। আবার অনেকে পছন্দের জিনিসটি খুঁজে পেতে নির্ভর করেন অনলাইন শপগুলোর উপর। আমাদের দেশে অনলাইন শপিং ব্যবস্থা নতুন হলেও খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করছে। আধুনিক রুচির এসব গ্রাহকদের জন্য ইসলামী ব্যাংক চালু করেছে ইসলামী শরীআহসম্মত ক্রেডিট কার্ড ‘খিদমাহ’। সীমিত আয়ের লোকদের জন্য বিনিয়োগ সুবিধা বৃদ্ধি, জনগণের দৈনন্দিন চাহিদা পূরণ ও জীবনযাত্রার মানোন্নয়ের লক্ষ্যেই ইসলামী ব্যাংকের এ উদ্যোগ। নগদ টাকার বিকল্প এ কার্ডের মাধ্যমে গ্রাহক ‘ভিসা’ চিহ্নিত সব পয়েন্ট অব সেলস ও বিপণিতে পণ্য ক্রয় করতে পারবে। অনলাইনে কেনাকাটা ছাড়াও গ্রাহক এ কার্ডের মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ, হোটেল ও হাসপাতাল বুকিং, বাস, ট্রেন ও বিমানের টিকেট ক্রয় করতে পারবে। সিলভার, গোল্ড ও প্লাটিনাম-এ তিন শ্রেণীর খিদমাহ কার্ড দেশব্যাপী ইসলামী ব্যাংকের যেকোনো শাখায় পাওয়া যায়।
নগদ টাকা পরিবহনের ঝুঁকি কমাতে ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য চালু করেছে ভিসা ডেবিট কার্ড। ব্যাংকের গ্রাহকরা এ কার্ডের মাধ্যমে দেশব্যাপী বিস্তৃত VISA I OMNIBUS নেটওয়ার্কের এটিএম বুথ থেকে যেকোনো সময় সহজেই নগদ সর্বোচ্চ ৫০ হাজার টাকা উত্তোলনসহ অ্যাকাউন্ট ব্যালেন্স জানা, মিনি স্টেটমেন্ট গ্রহণ, ফান্ড ট্রান্সফার, মোবাইল টপ-আপ এবং পিন পরিবর্তন করতে পারবে। গ্রাহকরা এ কার্ডের মাধ্যমে কেনাকাটা ছাড়াও ইউটিলিটি বিল পরিশোধ, হোটেল ও হাসপাতাল বুকিং, বাস, ট্রেন ও বিমানের টিকেট ক্রয় করতে পারবে। দেশব্যাপী ইসলামী ব্যাংকের যেকোনো শাখায় চলতি ও সঞ্চয়ী অ্যাকাউন্ট খুললেই গ্রাহককে এক বছরের জন্য বিনামূল্যে এ কার্ড প্রদান করা হয়।
গ্রাহকের হাতের নাগালে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ইসলামী ব্যাংক চালু করেছে ইন্টারনেট ব্যাংকিং। এ সেবার মাধ্যমে ব্যাংকের গ্রাহক বিশ্বের যেকোনো স্থান থেকে যেকোনো সময় ব্যাংকিং সেবা পেতে পারে। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক তাৎক্ষণিক ফান্ড ট্রান্সফার, একাউন্ট ব্যালেন্স জানা, স্টেটমেন্ট গ্রহনসহ হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যায়। সম্পূর্ণ ঝুঁকিমুক্ত এ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত স্থানান্তরসহ, মোবাইল রিচার্জ, অনলাইনে ইউটিলিটি বিল প্রদান ও ব্যাংকের ক্লিয়ারিং সংক্রান্ত তথ্য জানতে পারবেন। ব্যাংকের যেকোনো শাখায় বা ইসলামী ব্যাংকের পোর্টালের মাধ্যমে গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিংয়ে রেজিস্ট্রেশন করতে পারবে।
এছাড়াও ইসলামী ব্যাংক গ্রাহকদের জন্য চালু করেছে প্রযুক্তিনির্ভর এসএমএস ব্যাংকিং, ফোন ব্যাংকিং, ইসলামী ব্যাংক কল সেন্টারসহ দ্রুত প্রসারমান মোবাইল ফিনান্সিয়্যাল সার্ভিস ‘ইসলামী ব্যাংক এমক্যাশ’। এসব সুবিধা ও প্রোডাক্টগুলোর মাধ্যমে ইসলামী ব্যাংক সব শ্রেণী ও পেশার মানুষের জন্য ব্যাংকিং সেবা সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলেছে ফলে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৫২:২৪ ৩৬৪ বার পঠিত