সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক লেনদেন বেড়েছে

Home Page » অর্থ ও বানিজ্য » সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক লেনদেন বেড়েছে
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৪



s-e.jpgবঙ্গ-নিউজঃ ঢাকা-সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)সূচক লেনদেন বেড়েছে।গত সপ্তাহে ডিএসইতে সূচক বেড়েছে ৩৩ দশমিক ৫৪ পয়েন্ট বা ০ দশমিক ৭২ শতাংশ এবং সিএসইতে সূচক বেড়েছে ৩২ পয়েন্ট বা ০ দশমিক ৩৭ শতাংশ।
ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত সপ্তাহজুড়ে ডিএসইএক্স সূচক বেড়েছে ৩৩ দশমিক ৫৪ পয়েন্ট বা ০ দশমিক ৭২ শতাংশ এবং লেনদেন বেড়েছে ১৬৬ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৯২৩ টাকা বা ৬ দশমিক ১৭ শতাংশ।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে ৫ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে দুই হাজার ৮৬৬ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৭৮৬ টাকা। যা আগের সপ্তাহের চেয়ে লেনদেন বেড়েছে ৬ দশমিক ১৭ শতাংশ। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল দুই হাজার ৭০০ কোটি ১২ লাখ ৭৭ হাজার ৮৬৩ টাকার শেয়ার।

গত সপ্তাহে ৫ কার্যদিবসে দৈনিক গড় লেনদেন বেড়েছে। গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৫৭৩ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৭৫৭ টাকা। এর আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয়েছিল ৫৪০ কোটি দুই লাখ ৫৫ হাজার ৫৭৩ টাকা। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৬ দশমিক ১৭ শতাংশ।

গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইএক্স সূচক ছিল চার হাজার ৬৪২ দশমিক ৩৮ পয়েন্ট শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচক বেড়ে দাঁড়ায় চার হাজার ৬৭৫ দশমিক ৯২ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ৩৩ দশমিক ৫৪ পয়েন্ট বা ০ দশমিক ৭২ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে লেনদেন হওয়া ৩১৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৯টির কমেছে ১৭২টির, অপরিবর্তিত ১৬টির এবং বন্ধ ছিল ৬টি প্রতিষ্ঠানের লেনদেন। এর আগের সপ্তাহে হওয়া ৩১২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছিল ১৮৯টির, কমেছে ১০১টির, অপরিবর্তিত ১৯টির এবং ৩টি প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ ছিল।

অন্যদিকে সাপ্তাহিক দরবৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠান- এসিআই ফর্মুলেশন, সিঙ্গার বাংলাদেশ, বাংলাদেশ ল্যাম্পস, এপেক্স স্পিনিং, সিভিও পেট্রোকেমিক্যাল, লিবরা ইনফিউশনস, ইবনে সিনা, সাফকো স্পিনিংস, এপেক্স ফুডস ও অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসইতে দর হারানো শীর্ষ ১০ প্রতিষ্ঠান-আইসিবি, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস, হাক্কানি পাল্প, মডার্ন ডায়িং, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, মালেক স্পিনিং মিলস ও এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

অপরদিকে গত সপ্তাহে সিএসই’র সাধারণ সূচক বেড়েছে ৩২ পয়েন্ট বা ০ দশমিক ৩৭ শতাংশ এবং লেনদেন বেড়েছে ১৯ কোটি ৫৫ লাখ টাকা। গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সিএসইর সাধারণ সূচক ছিল আট হাজার ৭২৫ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বেড়ে দাঁড়ায় আট হাজার ৭৫৭ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ৩২ পয়েন্ট বা ০ দশমিক ৩৭ শতাংশ।

গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ২২১ কোটি ৫৩ লাখ টাকা।আগের সপ্তাহের থেকে লেনদেন বেড়েছে ১৯ কোটি ৫৫ লাখ টাকা। এর আগে সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ২০১ কোটি ৯৮ লাখ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে গড় লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৪ কোটি ৩০ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৮:৪৮:২৩   ৩৪০ বার পঠিত  




অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ