বঙ্গ-নিউজঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুব উল্লাহর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। দুপুর ১টায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে বিএনপি নেতা ও বিশিষ্ট আইনজীবী ব্যরিস্টার মওদুদ আহমদের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান শেষে ফেরার পথে তার ওপর এ হামলা হয়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাহবুব উল্লাহ অডিটোরিয়াম থেকে বের হওয়ার পরপরই আট থেকে ১০ জন অতর্কিতে হামলা করে। তারা মাহবুব উল্লাহকে কিলঘুষি দেয় এবং তার শার্ট ছিড়ে ফেলে। হামলার পর মাহবুব উল্লাহ জানিয়েছেন, তার চোখে আঘাত লেগেছে। হামলাকারীদের চিনতে পারেননি তিনি। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়নে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ড. মাহবুব উল্লাহর ওপর হামলার নিন্দা জানিয়েছেন।
মাহবুব উল্লাহ পরে সুপ্রিম কোর্ট থেকে গাড়ি নিয়ে সরাসরি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিএনপিপন্থি প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাব-এর মহাসমাবেশে চলে আসেন। মাহবুব উল্লাহ যখন মিলনায়তনে আসেন তখন অনুষ্ঠানের প্রধান অতিথি খালেদা জিয়া বক্তব্য রাখছিলেন। তিনি বক্তব্য যখন শেষ করে এনেছিলেন তখন বিধ্বস্ত মাহবুব উল্লাহ মঞ্চে ওঠেন। মাহবুব উল্লাহকে দেখে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আবার কথা বলা শুরু করেন। তিনি জানান, এ ঘটনা তিনি আগেই শুনেছেন।
খালেদা জিয়া আরো বলেন, সুপ্রিম কোর্টের ভিতরে মাহবুব উল্লাহর ওপর যে হামলা হয়েছে তার দায়-দায়িত্ব হাসিনাকেই নিতে হবে। ‘আমরা মনে করি, হাসিনার সন্ত্রাসীরাই মাহবুব উল্লাহ’র উপর হামলা করেছে। এর দায় তিনি না নিলে তাকে গদি ছাড়তে হবে।
খালেদা জিয়া বলেন, এভাবে দেশ চলতে পারে না। এভাবে দেশ চলতে দেয়া যায় না। হাসিনাকে বলব, আপনি আপনার সন্ত্রাসী-খুনিদের সামলান। অবিলম্বে তাদের গ্রেফতার করুন, নইলে গদি ছাড়-ন।
ড. মাহবুব উল্লাহ মহাসমাবেশে ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমি সাধারণত সভা সেমিনারে কাউকে আক্রমণ করে কোনো বক্তব্য দেই না। সত্য ও তথ্যনির্ভর কথাগুলোই বলার চেষ্টা করি। আমি শিক্ষক। তারপরও আমার উপরে এই বর্বরোচিত হামলা হলো, আমি এর বিচার চাই।
বইয়ের প্রকাশনা উৎসবে প্রফেসর মাহবুব উল্লাহ বলেন, ১৯৭০ সালে আমাকে পাকিস্তান সামরিক সরকার গ্রেফতার করেছিল। এ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাদের একজন আমাকে গ্রেফতারের জন্য ইয়াহিয়া খানকে অভিনন্দন জানিয়েছিলেন। আমি তার নাম উল্লেখ করতে চাই না। কারণ, এটা অনেকের মনোক্ষুণেœর কারণ হতে পারে। আমার দোষ ছিল- আমি মার্কসবাদে বিশ্বাস করতাম। আমি জানিনা, তিনি কী ধরনের গণতান্ত্রিক নেতা ছিলেন। তিনি আরো বলেন, আমি বাংলাদেশের স্বাধীনতাও দাবি করছিলাম তখন। আমি মনে করি- সেটা ছিলো প্রকৃত চাহিদা জনগণের।
এছাড়া প্রকাশনা অনুষ্ঠানে ব্যারিস্টার মওদুদ আহমদ তার বক্তব্যের এক জায়গায় প্রফেসর মাহবুব উল্লাহকে স্বাধীনতার প্রথম ঘোষক হিসাবে উল্লেখ করেন। তিনি বলেন, ১৯৬৯ সালে সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন মাহবুব উল্লাহ। সে জন্য তৎকালীন সামরিক সরকার তাকে জেলে নিয়েছিল।
বাংলাদেশ সময়: ১৮:৪১:৩৩ ৪০৪ বার পঠিত