৪২% ভারতীয় মেয়ে ১৯ এর আগেই ধর্ষনের শিকার

Home Page » এক্সক্লুসিভ » ৪২% ভারতীয় মেয়ে ১৯ এর আগেই ধর্ষনের শিকার
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪



india-gang-rape.jpgবঙ্গ-নিউজঃ ইউনিসেফ জানিয়েছে, ১৯ বছর বয়সের আগেই ভারতের ৪২ ভাগ মেয়ে ধর্ষনের শিকার হয়। আর প্রতি ৫০টি মেয়ের একটি ১০ বছর বয়সের আগেই শারীরিক সম্পর্ক বা অন্য কোনো ধরনের নির্যাতনের শিকার হয়। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত জনসংখ্যা এবং স্বাস্থ্যগত সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছে বিশ্ব সংস্থাটি।
সমীক্ষায় দেখা যায়, প্রায় ১০ ভাগ ভারতীয় মেয়ে ১০ থেকে ১৪ বছর বয়সেই শারীরিক সহিংসতার শিকার হয়, ১৫-১৯ বছর বয়সে এ সংখ্যা ৩০ ভাগ। কৈশোর অতিক্রমের আগেই প্রায় ৪২ ভাগ ভারতীয় মেয়ে শারীরিক সহিংসার মুখোমুখি হয়।
সমীক্ষায় ৭৭ ভাগ মেয়ে স্বীকার করেছে, তারা ১৫ থেকে ১৯ বছর বয়সে যাদের হাতে শারীরিক নিগ্রহের শিকার হয়েছিলেন, সেইসব হামলাকারীই বর্তমানে তাদের স্বামী বা সঙ্গী হিসেবে রয়েছেন। আরো কষ্টকর ব্যাপার হলো, ওই বয়স গ্রুপে ৬ ভাগ শিশু তাদের কোনো স্বজনের হাতে নির্যাতিত হয়েছে। অন্তত ৪ ভাগ জানিয়েছে, তাদের বন্ধুরাই তাদের টার্গেট করেছিল। মাত্র ৩ ভাগ জানিয়েছে, তারা অচেনা লোকের হাতে নির্যাতিত হয়েছিল। ০.৪ ভাগ জানিয়েছে, তারা তাদের বাবা বা সৎ বাবার হাতে নির্যাতিত হয়েছে।
সাবেক ইউনিসেফ বিশেষজ্ঞ সুচিত্রা রাও জানিয়েছেন, মেয়েদের ওপর নির্যাতনের খবর খুব কমই প্রকাশ পায়।

বাংলাদেশ সময়: ১৮:১৭:৩২   ৪০৮ বার পঠিত  




এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ