২০১৫ সালে এশিয়ায় ১৬লাখ কোটিপতি বাড়বে

Home Page » অর্থ ও বানিজ্য » ২০১৫ সালে এশিয়ায় ১৬লাখ কোটিপতি বাড়বে
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪



dollar.jpgবঙ্গ-নিউজঃ২০১৫ সালের মধ্যে এশিয়ায় নতুন করে কোটিপতি হবেন আরো ১৬ লাখ মানুষ। আর এ ক্ষেত্রে ভারতে কোটিপতির সংখ্যা হবে দ্বিগুণের বেশি।বিশ্বের ক্রমবর্ধমান অর্থনীতির দেশ চীন ও ভারতে কোটিপতির সংখ্যা বাড়তে থাকায় এশিয়ার মোট কোটিপতির সংখ্যাও দ্রুত বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সুইজারল্যান্ডভিত্তিক ব্যাকিং প্রতিষ্ঠান জুলিয়াস বায়ের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো এ প্রতিবেদন প্রকাশ করেছে।

তারা জানিয়েছে, ২০১৫ সালে ব্যাক্তি পর্যায়ে উচ্চ সম্পদশালীদের (এইচএনআইএস) সম্পদের পরিমাণ তিনগুণ বেড়ে ১৫.৮ ট্রিলিয়ন ডলারে দাঁড়াবে।

বিনিয়োগযোগ্য ১০ লাখ বা তার বেশি পরিমাণ মার্কিন ডলার মূল্যের সম্পদের অধিকারীদের এইচএনআইএস বলা হয়।

২০১৫ সালের মধ্যে ভারতে এইচএনআইএসের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে চার লাখ তিন হাজার জনে দাঁড়াবে। আর সম্পদের পরিমাণ বৃদ্ধির ক্ষেত্রে ইন্দোনেশিয়ায় অবস্থান হবে সবার উপরে।

প্রতিবেদনে বলা হয়, এশিয়ার মোট কোটিপতিদের মধ্যে প্রায় অর্ধেকই হবে চীনের। আর এদের মোট সম্পদের পরিমাণ দাঁড়াবে ৮.৮ ট্রিলিয়ন ডলারে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীনে পাঁচ লাখ দুই হাজার এইচএনআইএস রয়েছেন, যাদের মোট সম্পদের পরিমাণ ২.৬ ট্রিলিয়ন ডলার।

বাংলাদেশ সময়: ১৬:০২:২০   ৪০৩ বার পঠিত  




অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ