এবার জি বাংলায় জেমস

Home Page » বিনোদন » এবার জি বাংলায় জেমস
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০১৪



bg_james_734823432.jpgবঙ্গ-নিউজঃভারতের জি বাংলা চ্যানেলের ‘সারেগামাপা-গানে গানে তোমার মনে’ সংগীত প্রতিযোগিতায় অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছেন জেমস। কলকাতায় ১৩ আগস্ট তাকে নিয়ে দুটি পর্বের দৃশ্যায়ন হয়। পর্ব দুটি প্রচার হবে ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায়।গান ছাড়া নগরবাউল ব্যান্ডের রকতারকা জেমসকে টিভিতে সাধারণত পাওয়া যায়নি। বিশেষ করে আলাপচারিতা কিংবা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো বরাবরই এড়িয়ে গেছেন তিনি। এবারই প্রথম তাকে অন্য ভূমিকায় দেখা যাবে।

সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠানে বিচারক হওয়া প্রসঙ্গে জেমস বাংলানিউজকে বলেছেন, ‘একসময় কলকাতার ব্যান্ডগুলো বাংলাদেশের ব্যান্ডের গান-বাজনায় অনুপ্রাণিত হয়ে সংগীত চর্চা করতো। তাদের সেই চর্চার ব্যাপ্তি বিশাল হয়েছে। আর ভারতবর্ষে যখনই যাই তখনই এতো সম্মান পাই যে, ভাষায় প্রকাশ করলে কম হবে। এটা হৃদয়ে ধারণ করার মতো ব্যাপার।’

জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন জানান, প্রতিযোগিতায় ব্যান্ডসংগীত নিয়ে সাজানো দুটি পর্বের জন্যই বিশেষ বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয় জেমসকে। তার পাশে বিচারক হিসেবে ছিলেন ভারতীয় সংগীতশিল্পী হরিহরণ ও অলকা ইয়াগনিক।

বিচারকের আসনে বসে প্রতিযোগীদের গান শোনা ও মূল্যায়নের পাশাপাশি একটি পর্বে ‘দুঃখিনী দুঃখ করো না’ এবং অন্য পর্বে ‘ভিগি ভিগি’ গান দুটির অংশবিশেষ পরিবেশন করেছেন জেমস।

ব্যান্ডসংগীতের একটি পর্ব বাংলা গান ও অন্য পর্বটি সাজানো হয়েছে শুধুই হিন্দি গান নিয়ে। হিন্দি গানের পর্বে জেমসের গাওয়া ‘চল চলে’ এবং ‘আলবিদা’ গান দুটি পরিবেশন করে দু’জন প্রতিযোগী। বাংলা গানের পর্বে কলকাতার রুপম ইসলাম, অনুপম রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও উপল বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ৯:০০:৫৯   ৩৩২ বার পঠিত  




বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ