অর্থমন্ত্রী মিথ্যা বলতে ব্যাপক পারদর্শী: বারকাত

Home Page » অর্থ ও বানিজ্য » অর্থমন্ত্রী মিথ্যা বলতে ব্যাপক পারদর্শী: বারকাত
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪



89093_1.jpgবঙ্গ-নিউজঃজনতা ব্যাংকের চেয়ারম্যান ড. আবুল বারকাত বলেছেন, অর্থমন্ত্রী মিথ্যা বলতে ব্যাপক পারদর্শী। তিনি সাদাসিধেভাবে মিথ্যা কথা বলেন।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জনতা ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার ৫ বছর শীর্ষক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আবুল বারকাতের সমালোচনা করেন। তিনি বলেছিলেন, জনতা ব্যাংকের অবক্ষয় হয়েছে। বারকাতের দুঃখ থাকলে থাকতে পারে।
অর্থমন্ত্রী আরো বলেন, ‘আওয়ামী লীগের সমর্থক ইনটেলেকচুয়াল জায়ান্ট অনেকেই আছেন। তাদের আমাদের দেখাশোনা করতে হয়। একজন চেয়ারম্যান অব দ্য বোর্ড অনন্তকাল থাকবেন- এ রকম আশা করার কোনো কারণ নেই।’
অর্থমন্ত্রীর এমন মন্তব্যের জবাবে বারকাত বলেন, ‘জনতা ব্যাংকের দায়িত্ব দেয়ার জন্য জায়ান্ট লোক খুঁজছেন। আসলে তিনি দালাল কাউকে খুঁজছেন।’
তিনি বলেন, অর্থমন্ত্রী কথায় কথায় মানুষকে হেয় করেন। মানুষকে মূল্য দিতে জানেন না। কথায় কথায় রাবিশ বলেন। সংবিধানের ৭(ক) ধারার লঙ্ঘণ করেছেন তিনি। কারণ প্রজাতন্ত্রের সর্বোচ্চ পর্যায়ের লোক হিসেবে তিনি এ ধরণের কথা বলতে পারেন না।

জনতা ব্যাংকের চেয়ারম্যান বলেন, জনতা ব্যাংক ভাল অবস্থায় আছে। তিনি বলেছেন, অবক্ষয় হয়েছে। কোন অবক্ষয় হয়নি। এ ব্যাংকের এযাবৎকালে সব ঘটনার দায় নেবো।

তিনি দাবি করেন, ‘নৌকা বাইচের জন্য অর্থমন্ত্রী টাকা চেয়েছিলেন, দেইনি বলে তিনি ক্ষুব্ধ। তিনি হলেন তথাকথিত এলিট শ্রেণীর মানুষ। পরিবারতন্দ্রের কারণে তার কাছে নিজ জেলার মানুষ বেশি প্রাধান্য পায়। এ বিষয়ে তিনি বেশি তৎপর।’

বাংলাদেশ সময়: ১৮:৫১:২০   ৩২৪ বার পঠিত  




অর্থ ও বানিজ্য’র আরও খবর


অর্থনীতি নভেম্বরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৮৫ শতাংশ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ, সরানো নিয়ে প্রশ্ন
চেক ডিজঅনার মামলার রায় দুই মাসের জন্য স্থগিত
মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের আড়ালে হুন্ডি, গ্রেপ্তার ৬
১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১০৫ কোটি ৯৯ লাখ ডলার: বাংলাদেশ ব্যাংক
বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও বাড়লো মাথাপিছু আয়
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
আইএমএফ এর সাথে সমঝোতা : সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে
আইএমএফ এর ঋণ গ্রহণ করা হবে নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য: বাণিজ্যমন্ত্রী
টবগী-১ কূপে পাওয়া যাবে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আর্কাইভ