বিয়ে করলেন ৯০ বছরের দুই ‘যুবতী

Home Page » এক্সক্লুসিভ » বিয়ে করলেন ৯০ বছরের দুই ‘যুবতী
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০১৪



90.jpgবঙ্গ-নিউজ-টরেন্টো: ৭২ বছরের ভালোবাসার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নবতিপর দুই ‘যুবতী’। লেসবিয়ান কাপল ভিভিয়ান বোয়্যাক (৯১) এবং অ্যালিস ‘নোনি’ ডিউব (৯০) ৭২ বছরের ভালোবাসার পর বিয়ে করলেন।৯-এর কোঠায় বয়স, হাঁটতে-চলতেও পারেন না। হুইল চেয়ারে বসেই নিজেদের ভালোবাসাকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন তারা। শনিবার কানাডার ডেভেনপোর্টের একটি চার্চে বিয়ে করেন ভিভিয়ান এবং অ্যালিস।

তাদের পরিবার এবং বন্ধুদের উদ্দেশ্যে রেভারেন্ড লিন্ডা হানসাকের বলেন, ‘বহু বছর আগেই এই বিবাহ সম্পন্ন হওয়া উচিত ছিল।’

লোয়ার ইয়েলে বাড়ি ভিভিয়ান এবং অ্যালিসের। ছোটবেলা থেকে একই সঙ্গে বেড়ে ওঠেন তারা। ১৯৪৭ সালে ডেভেনপোর্টে চলে আসেন ভিভিয়ান এবং অ্যালিস। সেখানে একটি স্কুলে শিক্ষকতা করতেন ভিভিয়ান এবং বেতন সংক্রান্ত কাজকর্ম দেখতেন অ্যালিস।

বিয়ের পর উচ্ছ্বসিত অ্যালিস বলেন, তারা খুব ভালো সময় কাটিয়েছেন। একসঙ্গে ৫০টি রাজ্য ঘুরে ফেলেছেন। কানাডার সমস্ত প্রভিন্স এবং দুই বার ইংল্যান্ড ভ্রমণেও গিয়েছিলেন তারা। ভিভিয়ান বলেন, এত বছর ধরে সম্পর্ক বজায় রাখার জন্য প্রচুর ভালোবাসার প্রয়োজন।

দু’জনেরই দীর্ঘকালের বন্ধু জেরি ইয়েস্ট (৭৩) জানিয়েছেন, তাদের ইয়ার্ডে কাজ করতেন, তখনই ভিভিয়ান এবং অ্যালিসের সম্পর্কের ব্যাপারে জানতে পারেন।

তিনি বলেন, ‘আমি এই দুই মহিলাকে বহু দিন ধরে চিনি। আমি বলতে পারি, এরা খুব স্পেশ্যাল।’

২০০৯ সালে লোয়ায় সমকামী বিবাহ আইনি ঘোষিত হয়। ওই দুই মহিলাই জানিয়েছেন, ‘যেকোনো সময়েই নতুন অধ্যায় শুরু করা যায়, কিছুই দেরি হয় না।’ -ওয়েবসাইট।

বাংলাদেশ সময়: ১৫:১২:৩৪   ৩২০ বার পঠিত  




এক্সক্লুসিভ’র আরও খবর


এস এস সি পাশের হার কমছে বেড়েছে জিপিএ-৫
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
শক্তিশালী প্রসেসরে নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা
ভারত ৩৬টি স্যাটেলাইট স্থাপন করল একসঙ্গে !!
স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস, পরে কথিত স্বামীকে কুপিয়ে হত্যা
সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে পদযাত্রা
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে বিশ্বের দীর্ঘতম সাবমেরিন!
টিকিট দুর্নীতির প্রতিবাদে রনি, সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা
ট্রাকচাপায় মেয়েসহ তারা তিনজন নিহত; রাস্তায় গর্ভস্থ শিশু ভুমিষ্ঠ
রোহিঙ্গা যুবক নুর বারেক আটক ,২০ লাখ টাকা উদ্ধার

আর্কাইভ