রুদ্ধশ্বাস টি-২০ ম্যাচে তিন রানে হারল ভারত

Home Page » ক্রিকেট » রুদ্ধশ্বাস টি-২০ ম্যাচে তিন রানে হারল ভারত
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০১৪



image_97382_0.jpgবঙ্গনিউজ-শেষ ওভারে দুর্দান্ত ব্যাটিং করে ভারতকে একাধিকবার ম্যাচ জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷ এই কারণেই পৃথিবীর অন্যতম সেরা ‘ম্যাচ ফিনিশার’ বলা হয় তাকে৷স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এই কাজ করেন মাহি৷রোববার এজবাস্টনে এরকমই একটা ম্যাচ জেতানো ইনিংসের শুরু করেছিলেন ধোনি৷ কিন্তু শেষরক্ষা করতে পারলেন না ‘ক্যাপ্টেন কুল’৷ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের একমাত্র টি-২০ ম্যাচে তিন রানেই হারতে হলো ধোনির দলকে৷এদিন ভারতের জেতার জন্য প্রয়োজন ছিল দু’বলে পাঁচ রান৷ শেষ ওভারের পঞ্চম বলে রান নিলেন না ধোনি৷ আম্বাতি রায়ডুকে দাঁড়িয়ে থাকারই নির্দেশ দেন আত্মবিশ্বাসী অধিনায়ক৷ ভেবেছিলেন শেষ বলে ছয় হাঁকিয়ে ভারতকে আরও একটা টি-২০ ম্যাচটা উপহার দেবেন ধোনি৷ কিন্তু শেষ বলে লং অফে মোইন আলি বাঁচিয়ে দিলেন ধোনির জোরালো শট৷ ফলে ওয়ান ডে সিরিজ জিতলেও, বিদেশের মাটি থেকে টেস্ট আর টি-২০ হারের বোঝা নিয়েই ফিরতে হচ্ছে ডানকান ফ্লেচারের ছেলেদের৷

ইংল্যান্ডের ১৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই প্যাভিলিয়নে ফিরে যান অজিঙ্ক রাহানে (৮)৷ এরপর শিখর ধাওয়ান ও বিরাট কোহলি যে ভাবে খেলতে শুরু করেন তা দেখে মনে হচ্ছিল ভারত স্বাচ্ছন্দ্যেই ম্যাচ জিতে যাবে৷ রাহানে আউট হয়ে যাওয়ার পর ধাওয়ান-কোহলির জুটি ৭৯ রান তোলে৷ কিন্তু ২৮ বলে ৩৩ রান করে ক্রিশ ওকসের বলে আউট হয়ে যান ধাওয়ান৷ এরপর মাঠে নামেন সুরেশ রায়না৷ কোহলি ও রায়নার পার্টনারশিপ ভারতের স্কোরবোর্ডে ৪২ রান যোগ করে৷ অনেকদিন পর বিরাট কোহলিকে পরিচিত মেজাজেই পাওয়া যাচ্ছিল৷ ৪১ বলে ঝকঝকে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি৷ ন’টি চারও এসেছে তার ব্যাট থেকে৷ এদিন রায়নাও ভালোই ব্যাট করছিলেন৷ তবে হ্যারি গুরনের বলে ২৫ রানেই তাকে ফিরে যেতে হয়৷ফলে ১৫৩ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে ভারত৷ কোহলি ও রায়না আউট হয়ে যাওয়ার পর রবীন্দ্র জাদেজার উপরেই ম্যাচ জেতানোর জন্য ভরসা করেছিল টিম৷ কিন্তু ধোনির সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য রান আউট হয়ে যান তিনি৷ জাদেজার থেকে মাত্র সাত রানই এসেছে এদিন৷ এরপর আম্বাতি রায়ডুকে সঙ্গে নিয়ে ভারতকে ম্যাচ জেতাতে ব্যাট ধরেছিলেন ধোনি৷ কিন্তু তার অপরাজিত ২৭ রান শেষ পর্যন্ত মুখরক্ষা করতে পারল না টিম ইন্ডিয়ার৷

বাংলাদেশ সময়: ১৪:৩১:৩৭   ৩২১ বার পঠিত  




ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ