প্রধানমন্ত্রীকে ‘শান্তিবৃক্ষ’ স্মারক দিলো ইউনেস্কো

Home Page » জাতীয় » প্রধানমন্ত্রীকে ‘শান্তিবৃক্ষ’ স্মারক দিলো ইউনেস্কো
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০১৪



image_97423.jpgবঙ্গনিউজ-নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘শান্তিবৃক্ষ’ স্মারক দিলো ইউনেস্কো। সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে এ স্মারক হস্তান্তর করা হয়।জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা–ইউনেস্কোর মহাপরিচালক তার হাতে এ স্মারক তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে দেয়া শান্তিবৃক্ষ স্মারকটি দেশের কন্যা শিশুদের উৎসর্গ করেন। পরে তিনি অনুষ্ঠানে বক্তব্য দেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘২০১০ সালে একটি আধুনিক, ভবিষ্যতমুখী, কার্যকর জাতীয় শিক্ষানীতি আমরা প্রণয়ন করি। এই নীতির বিভিন্ন লক্ষ্য আমরা এখন বাস্তবায়ন করে যাচ্ছি। সবার জন্য শিক্ষা নিশ্চিতে ন্যাশনাল প্ল্যান অব অ্যাকশন প্রণয়ন করেছি। আর শিক্ষা আইন প্রণয়নেরও উদ্যোগ আমরা নিয়েছি। কারণ শিক্ষা আমার দেশের মানুষের অধিকার।’

তিনি বলেন, ‘আমরা ২০১১ সালের মধ্যে বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করেছি। আমরা প্রতি বছরের প্রথম দিন প্রথম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ শুরু করেছি। যার ফলে একদিকে পিতামাতার কষ্ট লাঘব হচ্ছে, অপরদিকে আমাদের শিক্ষার সুযোগ বৃদ্ধি পাচ্ছে।’

বাংলাদেশ সময়: ১৩:৩৩:৩১   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ