আই এস জঙ্গি আতঙ্কে সীমান্তে অত্যাধুনিক বেড়া দিচ্ছে সৌদি আরব

Home Page » প্রথমপাতা » আই এস জঙ্গি আতঙ্কে সীমান্তে অত্যাধুনিক বেড়া দিচ্ছে সৌদি আরব
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০১৪



300_85.jpgবঙ্গ-নিউজঃইরাক সীমান্তে ৯০০ কিলোমিটারজুড়ে অত্যাধুনিক বেড়া দিচ্ছে সৌদি আরব।দৃশ্যত জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা ও ইসলামিক স্টেটের হাত থেকে মরুময় দেশটি রক্ষায় এ পদক্ষেপ নিয়েছে রাজতান্ত্রিক সৌদি সরকার।

তবে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বলছে, ‘অনুপ্রবেশকারী ও পাচারকারী’ থেকে বাঁচতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

বেড়ার প্রথম ধাপ শুক্রবার উদ্বোধন করেছেন সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুলআজিজ।

প্রথম ধাপে দেশটির উত্তর সীমান্তে ৯০০ কিলোমিটার (৫৬০ মাইল) দীর্ঘ বেড়া দেয়া হবে।

এসপিএ জানায়, প্রকল্পের মধ্যে রয়েছে ৫ স্থরবিশিষ্ট বেড়া, ওয়াচ টাওয়ার, নাইট ভিশন ক্যামেরা ও রাডার স্থাপন। এছাড়া হাফর-আর বাতিন থেকে শুরু করে জর্ডান সীমান্তের উত্তরপূর্বাঞ্চলীয় তুরাইফ পর্যন্ত কন্ট্রোল কমপ্লেক্স তৈরি করা হয়েছে।

নতুন করে চালু করা প্রকল্পের মধ্যে রয়েছে আটটি কমান্ড ও কন্ট্রোল সেন্টার, ৩২টি র্যা পিড রেসপন্স সেন্টার, তিনটি র্যা পিড ইন্টারভেনশন স্কয়াড, ৩৮টি পেছন ও সম্মুখ দরজা, ৭৮টি মনিটরিং টাওয়ার, ১০টি মনিটরিং অ্যান্ড সার্ভেইল্যান্স ভেহিকল, ১৪ রাখ ৫০ হাজার মিটার ফাইবার অপটিক্স নেটওয়ার্ক এবং ৫০টি রাডার স্থাপন।

এসপিএ বলছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে ‘অনুপ্রবেশকারী, মাদক, অস্ত্র ও গরু চোরাচালান শুণ্যের কোঠায়’ নেমে আসবে।
২০০৯ সালে সৌদি আরব ইউরোপী মহাকাশ ও প্রতিরক্ষা বিষয়ক ঠিকাদার ইএডিএস-এর সাথে দেশটির ৯,০০০ কিলোমিটার (৫,৬০০ মাইল) সীমান্তে উচ্চ প্রযুক্তির নিরাপত্তা বেড়া স্থাপনের জন্য একটি চুক্তি করে।

প্রথমে এই উচ্চ প্রযুক্তির বেড়া স্থাপনের লক্ষ্য ছিল ইরাকের সাথে সৌদি আরবের সীমান্তে নজরদারি বৃদ্ধি।
তবে আল-কায়েদা ও সরকার বিরোধী সশস্ত্র যোদ্ধাদের ক্রমবর্ধমান অনুপ্রবেশ ঠেকাতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কর্মসূচি সারাদেশের সীমান্তে সম্প্রসারণ করার উদ্যোগ নেয়।
ইরাকে ইসলামিক স্টেট নামের সুন্নীপন্থী জঙ্গিগোষ্ঠীর উত্থানে শঙ্কিত হয়ে পড়েছে সৌদি আরব। এই জঙ্গি সংগঠনটি সৌদি রাজতন্ত্র উৎখাত করতে চায়।

সূত্র: আলজাজিরা, হারেৎজ

বাংলাদেশ সময়: ১৪:৫৬:০৮   ৮২২ বার পঠিত  




প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ