গোলাপি দাঁতের কারণ ও চিকিৎসা

Home Page » স্বাস্থ্য ও সেবা » গোলাপি দাঁতের কারণ ও চিকিৎসা
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০১৪



66758_niramoy-3.jpgবঙ্গনিউজ-প্রিয় পাঠকবৃন্দ, ঘাবড়ে যাচ্ছেন, তাই না? না, ঘাবড়ানোর কিছু নেই। আমরা এতদিন জেনে এসেছি দাঁত সাদাটে, হালকা হলুদ, ক্রিম বা হালকা নীলচে হয়ে থাকে। মাঝে মাঝে কালচে (আঘাতপ্রাপ্ত দাঁত) দাঁতও দেখা যায়; কিন্তু গোলাপি দাঁত একেবারেই চমকে দেয়ার মতো, তাই না? গোলাপি দাঁত বা গোলাপি দাগযুক্ত দাঁত কোনো স্বাভাবিক দাঁত নয়। এটি সমস্যাময় প্রদাহযুক্ত দাঁত।
কারণ : এরকম গোলাপি দাগযুক্ত বা পুরোপুরি গোলাপি দাঁতের প্রধান কারণ হলো দাঁতে আঘাত লাগা। এতে দাঁতের ভেতরকার মজ্জাতে প্রদাহের সৃষ্টি হয়। ফলে সেখানে বহুমাত্রিক প্রাণকেন্দ্রযুক্ত কোষ, ওডোন্টোকাস্ট (odontoclast)) তৈরি হয়, যা দাঁতের ডেন্টিন মাঝের মজ্জাকে খেয়ে ফেলার মতো কাজ করে। গ্রানুলেশন টিস্যু নামে কোষকলা তখন দাঁতে ডেন্টিনে অবস্থান করে। ফলে দাঁতের মুকুট অংশের এনামেল থেকে তা হালকা গোলাপি বা কখনো গাঢ় গোলাপি রঙ ধারণ করে।
লক্ষণ : * দাঁতের এ রোগে সাধারণত ব্যথা থাকে না। তবে মাঝে মাঝে রোগী ব্যথার ইতিহাসও দিতে পারে।
ষ অনেক ক্ষেত্রে দাঁতে কোনো রকম রোগের লক্ষণ ছাড়াই ধীরে ধীরে হালকা গোলাপি দাগ দেখা দিতে পারে।
ষ প্রাথমিকভাবে গোলাপি দাঁগ আস্তে আস্তে আক্রান্ত পুরো দাঁতটিতে ছড়িয়ে পড়ে।
পরীক্ষা-নিরীক্ষা : দাঁতের এরকম দাঁগ বা রঙ দেখলে দেরি না করে ডেন্টাল সার্জনের শরণাপন্ন হতে হবে। এ রোগ x-ray এর মাধ্যমে নিরূপণ করা সম্ভব। একে দাঁতের Internal Resorption বলা হয়। x-ray তে দাঁতের অভ্যন্তরস্থ মজ্জাকে স্বাভাবিকের চেয়ে অনেক চওড়া ও বড় বলে মনে হয়।
চিকিৎসা : এই রোগে দাঁতে বিশেষ ধরনের রুট ক্যানেল চিকিৎসা করা হয়। দাঁতের মধ্যকার মজ্জার দেয়ালকে পুনর্গঠিত করতে বিশেষ ধরনের ওষুধের Dressing দেয়া হয়। অ্যান্টিবায়োটিক খেতে হবে। ইনফেকশন আওতায় এলে দাঁতে রুট ক্যানেল স্বাভাবিকের চেয়ে কম Lenth এ Seal করা হয়, যেহেতু এটি একটি চলমান ধারার প্রদাহ। অতঃপর ওই দাঁতে ক্যাপ পরিয়ে দেয়া হয়।
দাঁতের যেকোনো ছোটখাটো সমস্যায় অবহেলা করা ঠিক নয়। ছোট একটু আঘাত কত বড় ঘটনার সৃষ্টি করে। দাঁতের এহেন সমস্যায় অনেক সময় দেখা যায় অনেক চেষ্টা করেও চোয়ালে রাখা যায় না। ফেলে দিতে হয়। সে ক্ষেত্রে দন্তশূন্যতা মুখে আরো জটিল অবস্থার সৃষ্টি করে। তাই দাঁতের সমস্যাকে অবহেলা না করে এর প্রতি যত্ববান হন।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:২০   ৩৮৮ বার পঠিত  




স্বাস্থ্য ও সেবা’র আরও খবর


২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
ষাটোর্ধ্ব মানুষ আগে পাবেন করোনার টিকার চতুর্থ ডোজ : স্বাস্থ্যমন্ত্রী
কিছু লোক দেশের চিকিৎসায় আস্থা রাখতে পারে না-শেখ হাসিনা
বাড়ির আঙ্গিনাতেই আছে ওজন কমানোর উপায়
মারাত্মক আঘাত হানতে পারে সিত্রাং দেশের ১৩ জেলায়
অ্যানেন্সেফ্লাই কী? - রুমা আক্তার
পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু
জিনগত ত্রুটির অপর নাম “ডাউন সিনড্রোম”- রুমা আক্তার
৭৫ দেশে ছড়িয়ে গেছে মাঙ্কিপক্স , সর্বোচ্চ সতর্কতা জারি
আবার করোনার পাগলা ঘোড়া, এক লাফে মৃত্যু ১২!

আর্কাইভ