ইবোলা রোধে টানা তিনদিন অবরুদ্ধ সিয়েরা লিওন

Home Page » বিশ্ব » ইবোলা রোধে টানা তিনদিন অবরুদ্ধ সিয়েরা লিওন
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০১৪



140906101231_sierra_leone_symptoms_ebola_512x288_ap_nocredit.jpgবঙ্গ-নিউজঃসিয়েরা লিওনের সরকার প্রাণঘাতী ইবোলা ভাইরাসের বিস্তার রোধ করতে টানা তিনদিন দেশের সব মানুষকে ঘরে আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে।সে সময় ঘরে ঘরে যাবে স্বাস্থ্য কর্মীরা।

ইবোলা ভাইরাসে সিয়েরা লিওন ও পাশের কটি দেশে মৃতের সংখ্যা অন্তত ২১০০।

ইবোলা ভাইরাসে পর্যূদস্ত দেশগুলোর অন্যতম সিয়েরা লিওন। ইবোলা সেখানে চরম আতঙ্ক তৈরি করেছে। এখন ইবোলা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ সেখানে এতটাই মরীয়া যে তারা তিনদিনের জন্য পুরো দেশ কার্যত বন্ধ করে দিচ্ছে।

এমাসের ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত কোনো মানুষকে বাড়ির বাইরে বেরুতে দেওয়া হবেনা।

চরম এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য কর্মীরা যাতে ঘরে ঘরে গিয়ে ইবোলায় আক্রান্ত লোকজনকে খুঁজে বের করে পারে।

সিয়েরা লিওনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা জানিয়েছেন মানুষজন যেন তিনদিন ঘরের বাইরে বেরুতে না পারে তা নিশ্চিত করতে বিশ হাজার লোক মোতায়েন করা হবে।

তবে পশ্চিম আফ্রিকা থেকে বিবিসির একজন সংবাদদাতা বলছেন, দেশজুড়ে তিনদিন ধরে মানুষকে ঘরে রাখার এই পরিকল্পনা কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। সংবাদদাতা বলছেন, জনগণের সহযোগিতার ওপরই তা প্রধানত নির্ভর করবে, কারণ জবরদস্তি করতে গেলে সহিংস বিক্ষোভের আশঙ্কা রয়েছে।

গতমাসে লাইবেরিয়ায় ইবোলার বিস্তার ঠেকাতে রাজধানী মনরোভিয়ায় একটি বড় বস্তি সাতদিন ধরে অবরুদ্ধ রাখা হয়েছিল।

স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা একটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ মার্চ থেকে এক সিয়েরা লিওনেই ২০ জনেরও বেশি স্বাস্থ্য কর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

বাংলাদেশ সময়: ২২:৪০:৫০   ৩৫৯ বার পঠিত  




বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ