কথিত ‘লাভ জিহাদ’ নিয়ে প্রচারণা শুরু করল হিন্দুত্ববাদী আরএসএস

Home Page » প্রথমপাতা » কথিত ‘লাভ জিহাদ’ নিয়ে প্রচারণা শুরু করল হিন্দুত্ববাদী আরএসএস
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০১৪



391650ce13906d9afddd1b4b292a7a2a_xl.jpgবঙ্গ-নিউজঃ কথিত ‘লাভ জিহাদ’ নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করল উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আর এস এস। তাদের দলীয় মুখপত্র ‘অরগানাইজার’এবং ‘পাঞ্চজন্য’র সাম্প্রতিক সংখ্যায় এ বিষয়ে কভার স্টোরি করা হয়েছে।
‘অরগানাইজার’-এ শিরোনাম দেয়া হয়েছে ‘লাভ জিহাদ রিয়েলিটি অর রেটরিক’। এতে কথিত লাভ জিহাদের ঘটনায় ক্ষতিগ্রস্ত ঝাড়খন্ড রাজ্যের জাতীয় স্তরের শ্যুটার তারা সহদেবের ছবি দিয়ে বিবরণ দেয়া হয়েছে। আর পাঞ্চজন্যে ‘অন্ধা য়া ধান্দা’ শিরোনাম দিয়ে ঐতিহ্যবাহী আরবিয়ান পোশাক পরা একজন পুরুষ মডেলকে প্রচ্ছদ করে গল্প লেখা হয়েছে।

দুটি পত্রিকাতেই একজন হিন্দু মহিলাকে কথিত অপহরণ, গণধর্ষণ এবং জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার গল্প ফাঁদা হয়েছে।
উল্লেখ্য, এই প্রথম কথিত ‘লাভ জিহাদ’ কাণ্ড নিয়ে তাদের দলীয় মুখপত্রকে ব্যবহার করল আর এস এস বা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ।

এর আগে উত্তরপ্রদেশে বিজেপির কর্ম সমিতির বৈঠকে ‘লাভ জিহাদ’ নিয়ে এজেন্ডা রাখা হলেও পরে তা প্রত্যাহার করে নেয়া হয়। যদিও থেমে নেই বিশ্বহিন্দু পরিষদ, বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ধর্ম জাগরণ মঞ্চ নামের সংগঠনগুলো।
বলাবাহুল্য, গত ৪ সেপ্টেম্বর লখনৌ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন কথিত লাভ জিহাদ নিয়ে বিষয়ে কী ভাবছে তা জানাতে রুল জারি করেছে। ১০ দিনের মধ্যে তাদের মতামত জানানোর সময়সীমাও বেধে দিয়েছে আদালত।
এর আগে ‘লাভ জিহাদ’ শব্দটির ব্যবহার বন্ধ করতে এবং বিজেপির সংসদ সদস্য যোগী আদিত্য নাথের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে একটি জনস্বার্থ মামলা হয় আদালতে। পঙ্কজ তিওয়ারি নামে এক ব্যক্তি লখনৌ হাইকোর্টে এই জনস্বার্থ মামলাটি দায়ের করেন।
তাঁর অভিযোগ- দেশে সাম্প্রদায়িকতা ছড়াতে লাভ জিহাদ নাম দিয়ে নতুন পথ ধরা হয়েছে। এজন্য তিনি নির্বাচন কমিশন, উত্তরপ্রদেশ সরকার, বিজেপি সাংসদ আদিত্যনাথ এবং কেন্দ্রীয়মন্ত্রী কলরাজ মিশ্রকে দায়ী করেছেন। আদালত ১৫ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির করেছে। এসবের মধ্যেই আর এস এস তাদের মুখপত্রে এই বিষয়ে প্রতিবেদন ছাপায় অপপ্রচারের নতুন মাত্রা যোগ হল বলে ওয়াকিবহাল মহল মনে করছেন।#

বাংলাদেশ সময়: ১৮:০২:১১   ৪০৫ বার পঠিত  




প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ