প্রথম দিনের নিয়ন্ত্রণে ওয়েস্ট ইন্ডিজ

Home Page » খেলা » প্রথম দিনের নিয়ন্ত্রণে ওয়েস্ট ইন্ডিজ
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০১৪



west_indies_bg_890838097.jpgবঙ্গ-নিউজঃ বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক চালকের অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্রেথওয়েইটের অপরাজিত শতক, ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভোর অর্ধশতকে ৩ উইকেটে ২৬৪ রানের সংগ্রহে রানের পাহাড় গড়ার দিকেই এগোচ্ছে ক্যারিবীয়রা।কিংসটাউনের আর্নস ভেল গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে দলকে ভালো সূচনা এনে দেন ক্রিস গেইল ও ব্রেথওয়েইট। প্রথম সেশনে এ দুজনের দৃঢ়তায় ১০৩ রান তোলে স্বাগতিকরা।

দ্বিতীয় সেশনে দুই অভিষিক্ত শুভাগত হোম চৌধুরী ও তাইজুল ইসলামের হাত ধরে দুটি সাফল্য পায় বাংলাদেশ।

ম্যাচের ৩৯.১ ওভারে উদ্বোধনী জুটি ভাঙেন অফস্পিন অলরাউন্ডার শুভাগত। শুভাগতের বলে সুইপ করতে যেয়ে গেইলের সামনের পায়ে বল লাগে। বাংলাদেশের খেলোয়াড়দের জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ চান মুশফিকুর রহিম। তাতেই প্রথম সাফল্য পায় বাংলাদেশ দল।

গেইলের ১০৫ বলে ৬৪ র‍ানের ইনিংসটিতে রয়েছে ১০টি চার ও ১টি ছক্কা। এটি তার ৩৭তম অর্ধশতক। তিন ওভার পর বাঁহাতি স্পিনার তাইজুলের বলে মুমিনুল হকের হাতে ধরা পড়ের কার্ক এডওয়ার্ডস।

তৃতীয় উইকেটে ড্যারেন ব্র্যাভোকে নিয়ে আবার প্রতিরোধ গড়েন ব্রেথওয়েইট। অর্ধশতকে হাঁকানো ব্র্যাভোর সঙ্গে ১২৮ রানের চমৎকার জুটি উপহার দিয়ে নিজের দ্বিতীয় টেস্ট শতকে পৌঁছান ডানহতি এই ব্যাটসম্যান।

খেলার ৪২.১ ওভারে অভিষিক্ত তাইজুলের বলে ফেরেন ব্র্যাভো। নবম অর্ধশতক পাওয়া ব্র্যাভোর ১২৬ বলের ইনিংসটি সাজানো ৬টি চার ও ১টি ছক্কায়।

বাংলাদেশের পক্ষে তাইজুল ৬৯ রানে নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২৬৪/৩ (গেইল ৬৪, ব্রেথওয়েইট ১২৩*, এডওয়ার্ডস ১০, ব্র্যাভো ৬২, চন্দরপল ১*; তাইজুল ২/৬৯, শুভাগত ১/৭৬)

বাংলাদেশ সময়: ১২:১২:৫৫   ৩৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ