৯০ দিনের মধ্যে নির্বাচনের কথা দিয়েছিল আ.লীগ-ডঃ কামাল

Home Page » জাতীয় » ৯০ দিনের মধ্যে নির্বাচনের কথা দিয়েছিল আ.লীগ-ডঃ কামাল
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০১৪



88787_1www.jpgবঙ্গ-নিউজঃসরকার গঠনের ৯০ দিনের মধ্যে আওয়ামী লীগ আরেকটি নির্বাচন দেয়ার কথা দিয়েছিল বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে প্রগতিশীল গণতান্ত্রিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করেছে অভিযোগ করে ড. কামাল বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে আওয়ামী লীগ বলেছিল তারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচন করছে।
তিনি দাবি করেন, ‘সরকার গঠনের ৯০ দিনের মধ্যে আওয়ামী আরেকটি নির্বাচন দিতে চেয়েছিল। দেশের সব মানুষ এই কথা জানে। কিন্তু এখন তারা এটা অস্বীকার করছে।’
এ সময় গণফোরাম সভাপতি বলেন, ১৪ দলের প্রচেষ্টায় ২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচন বন্ধ করা গেছে। ওই নির্বাচন হলে তারেক রহমান আজ প্রধানমন্ত্রী থাকতেন।
বর্তমান সংসদ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্বঘোষিত নির্বাচিতদের জনগণের প্রতিনিধি মানতে পারি না। যে সংসদে জনগণের প্রতিনিধিত্ব নেই, তা কিসের সংসদ? কাদের সংসদ?’
সংবিধান সংশোধনী বিলের উল্লেখ করে এই সংবিধান বিশেষজ্ঞ বলেন, ‘পরশু (রবিবার) সংসদে বিল আসছে জজদের সরানোর। কারণ নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় দুই-একজন জজ যে আদেশ দিয়েছেন, তা গায় লেগেছে। কোর্টে আমি কেন গেলাম, এটাও সহ্য হয়নি।’
কোনো আলাপ-আলোচনা না করে বিচারপতির অভিশংসনের ক্ষমতা সংসদে নেয়ার মধ্যদিয়ে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হবে বলে মন্তব্য করে তিনি।
এ সময় সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা তুলে দেয়া, ৫ জানুয়ারি ভোটারবিহীন একতরফা নির্বাচন করার কড়া সমালোচনা করেন ড. কামাল।
এমনকি ১৫৩ জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া এবং ‘৮২ ভাগ’ ভোটারকে বঞ্চিত করে গঠিত সরকারকে ‘ছেলে খেলা’ বলে মন্তব্য করেন তিনি।
দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে গণফোরাম সভাপতি বলেন, ‘বলা হয়েছিল আরেকটা গ্রহণযোগ্য নির্বাচন করবেন। আট মাস হয়ে গেল। আপনাদের কে মত দিয়েছে, এভাবে চলতে থাকবে? এই প্রতারণা আমরা মেনে নেব?’
তিনি বলেন, ‘তারা মনে করছে পেয়ে গেছি। যেমন বাচ্চারা বলে, এ পুতুলটা আমার, এ পুতুলটা আমার। রাষ্ট্রক্ষমতা কি পুতুল খেলা? এই পুতুল খেলাকে কি গণতন্ত্র বলে?’
প্রগতিশীল গণতান্ত্রিক জোটের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণফোরামের কার্যকরী সভাপতি মফিদুল ইসলাম, তৃণমূল জনতা পার্টির নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:১০:৪৫   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ