কিংসটাউনে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ

Home Page » ক্রিকেট » কিংসটাউনে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০১৪



50998b3a8a0acf692982ec7ebf99939e_xl.jpgবঙ্গ-নিউজঃওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ পর্যন্ত দুটি টেস্ট জয় আর দুটিতে ড্র করতে পেরেছে বাংলাদেশ। ১৪ বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশের বড় পরিসরের এই ফরম্যাটে জয়ের সংখ্যাই যেখানে চারটি সেখানে ক্যারিবিয়দের বিপক্ষে এই পারফরম্যান্সকে বেশ উজ্জ্বলই বলা যায়। চার বছর আগে জয় পাওয়া সেই ম্যাচ দুটি অবশ্য খর্ব শক্তির এক দলের বিপক্ষে। তবে, দুঃসময়ে সেই স্মৃতিকেই শক্তি মানা ছাড়া গতি নেই বাংলাদেশ দলের সামনে।চার বছর আগের সেই দলটির সঙ্গে আজকের ওয়েস্ট ইন্ডিজের পার্থক্যটাও আকাশচুম্বি। বাংলাদেশ দলের সঙ্গেও আছে অভিজ্ঞতার পার্থক্য। অভিজ্ঞতায় এগিয়ে স্বাগতিকরাই। তাই অনেকটা আন্ডারডগ হয়েই আজ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিংসটাউনে আর্নোস ভেলের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

বাংলাদেশের জন্য আরেকটা প্রেরণা হতে পারে এই ভেন্যু। চার বছর আগে এই মাঠেই প্রথম টেস্ট জিতেছিল সাকিব-মুশফিকরা। সব মিলিয়ে এই ভেন্যুতে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় টেস্ট। এর মধ্যে সর্বশেষটি ছিল ওই বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটিই।

কিন্তু মাঠের লড়াইয়ে বাংলাদেশের শক্তি সামান্যই। কোচ হাতুরুসিংহেও নিজেদের সীমাবদ্ধতার কথা মানছেন, ‘প্রথমত কন্ডিশনটা আমাদের পক্ষে নয়। তার উপর বোলিংয়ে কিছুটা ঘাটতি আমাদের থাকছে। মূল কাজটা করতে হবে ব্যাটসম্যানদের। তারপরও আমি খুব বেশি আশার আলো দেখতে পাচ্ছি না। বাস্তববাদী হলে এই দুই টেস্ট থেকে ড্রয়ের বেশি কিছু আশা করাই ঠিক নয়।’
এই সমস্যা তো আছেই। তার সঙ্গে যুক্ত হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য যে বাংলাদেশি ক্রিকেটারদের কাছে রীতিমত সোনার হরিণে পরিনত হয়েছে। সর্বশেষ ওয়ানডে ম্যাচ তারা জিতেছিল গত বছর নভেম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সেই ম্যাচের পর থেকেই শুরু ব্যর্থতার মিছিল।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধ কন্ডিশনেও অব্যহত আছে ব্যর্থতা। ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি ভেসে যায় বৃষ্টিতে। এবার টেস্টের লড়াইয়ে কি পরিণতি হয় তা দেখতে অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমী কোটি কোটি দর্শক।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৪২   ৩৫৫ বার পঠিত  




ক্রিকেট’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
১০ উইকেটে ইংল্যান্ডের জয় : ভারতের বিদায়
স্বপ্নের ফাইনালে পাকিস্তান :টি-টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে পাকিস্তান
পাকিস্তানকে গুঁড়িয়ে শ্রীলঙ্কার উৎসব
ভারতকে হারিয়ে পাকিস্তানের মধুর প্রতিশোধ
শনিবার সকালে ফিরছে বাংলাদেশ দল
টি-টোয়েন্টিতে কেমন হবেন ‘ওপেনার’ মুশফিক
ভুল বুঝতে পেরেছেন সাকিব!
সাকিবকে ছাড় দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড

আর্কাইভ