ইসলাম ধর্ম গ্রহণকারীদের ফের হিন্দু ধর্মে ফেরাল বিশ্ব হিন্দু পরিষদ

Home Page » বিশ্ব » ইসলাম ধর্ম গ্রহণকারীদের ফের হিন্দু ধর্মে ফেরাল বিশ্ব হিন্দু পরিষদ
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০১৪



3e4ac85cd737f3d98e79a959e6a30df7_xl.jpgবঙ্গ-নিউজঃদলিত হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করা মানুষদের ফের ধর্মান্তরিত করে হিন্দু ধর্মে আনা হল। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরি জেলায় এ ঘটনা ঘটেছে। এর আগে ৪ জন দলিত হিন্দুকে ইসলাম ধর্ম গ্রহণ করার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। পরে তারা জামিনে মুক্ত হলে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের কর্মীরা তাদের ‘শুদ্ধিকরণ’ করে পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে এনেছে।‘ঘর ওয়াপসী’ বা ‘ঘরে ফেরা’ কর্মসূচির আওতায় তাদের হিন্দুধর্মে ফেরানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় হনুমান মন্দিরে। সেখানকার পুরোহিত মন্ত্র উচ্চারণ করিয়ে শুদ্ধিকরণ করে তাদের হিন্দু ধর্মে ফেরানোর ব্যবস্থা করেন। এর আগে বজরং কর্মীরা তাদের শেভ করিয়ে নতুন বস্ত্র পরায়।

ইসলাম গ্রহণ করা ওই সব মানুষ ছাড়াও আরও কিছু দলিত হিন্দু যারা ইসলাম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন তাদেরও একই সাথে শুদ্ধিকরণ করা হয়।

প্রশাসনের দাবি, ইসলাম গ্রহণ করার কথা তাদের আগে থেকে জানানো হয় নি। তাই তাদের রাজ্যের ধর্মান্তর বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি দেয়া হয়।

পুনরায় ধর্মান্তরিত হওয়া মনিরাম জাতভ বলেছেন, এলাকার উচ্চবর্ণের মানুষজন তাদের সাথে দুর্ব্যবহার করত সেজন্য তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এখন হিন্দু নেতারা আশ্বাস দিয়েছেন তাদের ওপর কোনো বৈষম্য করা হবে না।

উল্লেখ্য, মনিরাম জাতভের পরিবার ১৪ মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মনিরাম ছাড়াও তাঁর স্ত্রী মাখোবাই জাতভ, পুত্র নিলেশ জাতভ এবং তাদের আত্মীয় তুলারাম জাতভকে গত বুধবার পুলিশ গ্রেফতার করে।

বজরং দলের জেলা আহ্বায়ক মনোজ শর্মা বলেছেন, ‘আমি ওদের বলেছি আমাদের দলের কর্মীরা খুব সক্রিয় রয়েছে প্রতি গ্রামে, যে কোনো বৈষম্য তারা বন্ধ করে দেবে।’

এর আগে, গত আগস্টের শেষ সপ্তাহে ধর্মান্তরিত হওয়া ৭২ জন খ্রিস্টান ধর্মের মানুষকেও শুদ্ধিকরণ করে ফের হিন্দু ধর্মে ফিরিয়ে আনা হয়। উত্তরপ্রদেশের আলীগড় এলাকা থেকে ১৯ বছর আগে তারা হিন্দু বাল্মিকি সম্প্রদায় থেকে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। এখানকার এত দিনের একটি গির্জাও রাতারাতি রূপান্তরিত হয় শিব মন্দিরে।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৫৫   ৩৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ