ব্রিটেনে মুসলমানদের সর্ববৃহৎ কবরস্থান তৈরির উদ্যোগ

Home Page » বিশ্ব » ব্রিটেনে মুসলমানদের সর্ববৃহৎ কবরস্থান তৈরির উদ্যোগ
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০১৪



6a00e554768e2e883401156f69b174970c-800wi.jpgবঙ্গ-নিউজঃব্রিটেনের মুসলমানদের জন্য একটি বিশাল কবরস্থান তৈরির উদ্যোগ নেয়া হয়েছে যেটি বাস্তবায়িত হলে তা হবে দেশটির মুসলমানদের বৃহত্তম শেষ নিদ্রার স্থান।ওয়েস্ট মিডল্যান্ডের ক্যাথরিন-ডি- বার্নসে ১১ একর জমির ওপর কবরস্থানটি তৈরির পরিকল্পনা করা হচ্ছে।
উদ্যোগটি বাস্তবায়িত হলে এখানে ১১ হাজার কবরের ব্যবস্থা থাকবে।
বর্তমানে এসেক্সের ইলফোর্ডের কবরস্থানটি দেশটির বৃহত্তম কবরস্থান। এখানে ৫,০০০ প্লট আছে।

প্রস্তাবিত কবরস্থানটিতে দর্শকদের জন্য ৯৫টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

এর আগে জানুয়ারি মাসে এই স্থানে ৪,০০০ কবরের জন্য একটি আবেদন করা হয়েছিল সংশ্লিষ্ট দপ্তরে। তবে সে সময় স্থানীয়দের আপত্তির মুখে আবেদনটি প্রত্যাহার করে নেয়া হয়।

এরপর জুলাই মাসে আবার একটি আবেদন করা হয়েছে। আগামী সপ্তাহে এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।

এতো বড় কবরস্থানের প্রয়োজনীয়তা সম্পর্কে স্থানীয় জানাজার পরিচালক মোহাম্মদ খলিল বলেন, ১১ হাজার প্লটের কবরস্থান করা হলেও তাতে আগামী ৫০ বছরের প্রয়োজন মিটবে না।

তিনি বলেন, স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সংখ্যা দ্রুত বাড়ছে। তারা পার্শ্ববর্তী হ্যান্ডসওয়ার্থের যে কবরস্থানটি ব্যবহার করে সেটি এখন প্রায় পূর্ণ।

তিনি বলেন, ভুলে যাবেন না ১৯৫০ ও ১৯৬০ এর দশকে বাংলাদেশ ও পাকিস্তান থেকে যারা এখানে এসেছেন তারা এখন মৃত্যুপথযাত্রী।
তারা বলছেন, এটাই তাদের দেশ। তারা এখানে বাস করবেন, এখানেই মরবেন এবং এখানেই কবর নিবেন।
সূত্র: মেইল অনলাইন

বাংলাদেশ সময়: ১৮:৪০:৩৭   ৩৭৪ বার পঠিত  




বিশ্ব’র আরও খবর


বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী
উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান সাগর লক্ষ্য করে
মার্কিন প্রতিনিধি পরিষদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা : ন্যান্সি পেলোসি
চাঁদের উদ্দেশ্যে ছুটল ‘আর্টেমিস-১’
জার্মানি, পোল্যান্ড রাশিয়ার গ্যাস সম্পদকে রাষ্ট্রীকরণ করেছে
বাংলাদেশ গোটা বিশ্বকে চমকে দিয়েছে : মার্টিন রাইজার
ইউক্রেন থেকে গম নিয়ে “ম্যাগনাম ফরচুন” চট্টগ্রাম বন্দরে

আর্কাইভ